পুণেতে বিস্ফোরণ, আহত ১

পুণের পিমপিরি চিনচওয়াদ এর কাছে লক্ষ্মী তারা কমপ্লেক্স নামক এক বহুতলে শুক্রবার বিষ্ফোরণটি ঘটে। বহুতলের সিঁড়িতে বিস্ফোরণ হয়। এই ঘটনায় একটি পাঁচ বছরের শিশু আহত হয়েছে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই বোম স্কোয়ার্ড ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

Updated By: Aug 17, 2012, 11:06 PM IST

পুণের পিমপিরি চিনচওয়াদ এর কাছে লক্ষ্মী তারা কমপ্লেক্স নামক এক বহুতলে শুক্রবার বিষ্ফোরণটি ঘটে। বহুতলের সিঁড়িতে বিস্ফোরণ হয়। এই ঘটনায় একটি পাঁচ বছরের শিশু আহত হয়েছে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই বোম স্কোয়ার্ড ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিস জানিয়েছে, বিস্ফোরণে আহত পীযূষ ওয়ালুঞ্জকর নামের ওই শিশুকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তী করা হয়। বিস্ফোরণের তীব্রতা কম থাকায় বড়রকম কোনও ক্ষতি হয়নি। যদিও এই ঘটনার পেছনে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে পুলিস।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সর্ট সার্কিটের জেরেই বিস্ফোরণটি হয়েছে। অন্য দিকে, অল্প কয়েকদিনের মধ্যে পুণে শহরে পর পর দু`বার বিস্ফোরণের ঘটনা ঘটায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শহরবাসীকে আতঙ্কিত হতে নিষেধ করা হয়েছে পুলিসের তরফ থেকে। ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। সেইসঙ্গে শহরের গোয়েন্দা শাখাকেও সতর্ক করা হয়েছে।

.