পরিবর্তনের পর ৭৮ জন কৃষকের আত্মহত্যা, অভিযোগ বামেদের

বামেদের অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর এখনও পর্যন্ত ৭৮ জন কৃষক আত্মহত্যা করেছেন। আর এই কৃষক আত্মহত্যাই এবার সিপিআইএমের কৃষক সংগঠন কৃষকসভার রাজ্য সম্মেলনের ফোকাস ছিল। বামেদের অভিযোগ, সরকার কৃষকদের ধানের নায্য মূল্য দিচ্ছে না। সেই কারণেই একের পর এক কৃষক আত্মহত্যা বলে বামেদের দাবি।  

Updated By: Jan 28, 2013, 06:13 PM IST

বামেদের অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর এখনও পর্যন্ত ৭৮ জন কৃষক আত্মহত্যা করেছেন। আর এই কৃষক আত্মহত্যাই এবার সিপিআইএমের কৃষক সংগঠন কৃষকসভার রাজ্য সম্মেলনের ফোকাস ছিল। বামেদের অভিযোগ, সরকার কৃষকদের ধানের নায্য মূল্য দিচ্ছে না। সেই কারণেই একের পর এক কৃষক আত্মহত্যা বলে বামেদের দাবি।  
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কৃষক আত্মহত্যাই যে বামেদের মূল রাজনৈতিক হাতিয়ার হতে চলেছে তা স্পষ্ট কৃষকসভার সম্মেলনে। সিপিআইএমের কৃষক সংগঠনের রাজ্য সম্মেলনের দু`দিন ধরে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল কৃষক আত্মহত্যা। একের পর এক কৃষক আত্মহত্যার জন্য রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলছে বিরোধী বাম শিবির। তাঁদের অভিযোগ, চাষের খরচ আকাশ ছুঁয়েছে, নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ নিচ্ছে না রাজ্য সরকার।
মে মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। নির্বাচন ঘিরে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে সিপিআইএমের কৃষক সংগঠন কৃষক সভা। মালদার ইংরেজবাজারে কৃষক সভার ৩৫ তম সম্মেলনে নির্বাচনী রণকৌশল নিয়েও আলোচনা হয়।
 
  

.