পরমাবতার শ্রীকৃষ্ণের শ্যুটিং সেটে আগুন

 দ্রুত ছড়িয়ে পড়ে এই আগুন।

Updated By: Apr 16, 2019, 02:35 PM IST
পরমাবতার শ্রীকৃষ্ণের শ্যুটিং সেটে আগুন

নিজস্ব প্রতিবেদন: আগুনে ক্ষতিগ্রস্ত জি এন্টারটেইনমেন্টের হিন্দি ধারাবাহিক 'পরমাবতার শ্রীকৃষ্ণ'-এর শ্যুটিং সেট। সোমবার সন্ধেয় মুম্বইয়ের নওগাঁওয়ে এই ধারাবাহিকের শ্যুটিং সেটে আগুন লাগে বলে খবর। স্টোর রুমে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে বলে খবর। দ্রুত ছড়িয়ে পড়ে এই আগুন।

জানা যাচ্ছে এই টিভি ধারাবাহিকে শ্রীকৃষ্ণর পিতা নন্দর বাড়ি হিসাবে যে সেটটি তৈরি হয়েছিল সেই সেটটি এবং আরও বেশকিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ধারাবাহিকের কর্মকর্তা নিসার পারভেজ জানাচ্ছেন, সোমবার শ্যুটিংয় না হওয়ায় বড় কোনও বিপদ হয়নি। তবে শ্যুটিং সেটের ভিতরের ইন্টিরিয়রে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন পারভেজ। 

আরও পড়ুন- দেশের মোস্ট ওয়ান্টেডকে ধরতে বিশেষ মিশনে সামিল অর্জুন কাপুর

পরমাবতার শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা নির্ণয় সামধাইয়া, অন্যান্য চরিত্রে অভিনয় করছেন অমরদীপ গর্গ, নেহা সরগম সহ অন্যান্যরা। 

আরও পড়ুন-'যদি এখন আপনাদের সামনেই আমার মৃত্যু হয়', বলার পর মঞ্চেই মৃত্যু কৌতুক অভিনেতার

.