পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের বৃহত্তম ভোট `উৎসবে` এবারও উপেক্ষিত অর্ধেক আকাশ

লোকসভা ভোট নিয়ে এখন সরগরম গোটা দেশ। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের বৃহত্তম উত্সব। কিন্তু সেই উত্সবে এবারও উপেক্ষিতই থেকে গেলেন নারীরা। কয়েকদিনের মধ্যেই দিল্লির তখতে কে বসবে তা নিয়ে রায় দিতে চলেছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। কিন্তু এই মহাযজ্ঞে যাদের অর্ধেক আকাশ বলা হয় সেই মহিলাদের ভূমিকা কতটা? আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় কতটা কার্যকর হয়েছে নারীর ক্ষমতায়নের তত্ত্ব? বুঝে নিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক দেশের বড় দুই দল কংগ্রেস ও বিজেপির প্রার্থী তালিকায়।

Updated By: Apr 3, 2014, 08:45 AM IST

লোকসভা ভোট নিয়ে এখন সরগরম গোটা দেশ। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের বৃহত্তম উত্সব। কিন্তু সেই উত্সবে এবারও উপেক্ষিতই থেকে গেলেন নারীরা। কয়েকদিনের মধ্যেই দিল্লির তখতে কে বসবে তা নিয়ে রায় দিতে চলেছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। কিন্তু এই মহাযজ্ঞে যাদের অর্ধেক আকাশ বলা হয় সেই মহিলাদের ভূমিকা কতটা? আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় কতটা কার্যকর হয়েছে নারীর ক্ষমতায়নের তত্ত্ব? বুঝে নিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক দেশের বড় দুই দল কংগ্রেস ও বিজেপির প্রার্থী তালিকায়।

গণতন্ত্রে অর্ধেক আকাশ। ২০০৪-এর লোকসভা ভোটে কংগ্রেসের মহিলা প্রার্থীর সংখ্যা ছিল ৪৫ জন। মোট প্রার্থীর মাত্র ১০.৮%। ২০০৯-এর লোকসভা ভোটে তা নেমে দাঁড়ায় ৪৩ জনে। মোট প্রার্থীর ৯.৮%। আর ২০১৪ সালে লোকসভা ভোটে কংগ্রেসের মহিলা প্রার্থীর সংখ্যা সামান্য বেড়ে ৫৫ জন। যেখানে কংগ্রেসের মোট প্রার্থীর সংখ্যা ৪১৭ জন। অর্থাত্ মাত্র ১৩.১% মহিলা প্রার্থী দিয়েছে কংগ্রেস।

এবিষয়ে বিজেপির হাল আরও খারাপ।

২০০৪-এর লোকসভা ভোটে বিজেপির মহিলা প্রার্থীর সংখ্যা ছিল ৩০ জন। মোট প্রার্থীর মাত্র ৮.২%। ২০০৯-এর লোকসভা ভোটে তা সামান্য বেড়ে দাঁড়।য় ৪৪ জনে। মোট প্রার্থীর ১০.২% । আর ২০১৪ সালে লোকসভা ভোটে বিজেপির চারশো পনেরো জন প্রার্থীর মধ্যে মহিলার সংখ্যা মাত্র ৩৬ জন। অর্থাত্ বিজেপি মহিলা প্রার্থী দিয়েছে মাত্র ৮.১০%।

দেখাই যাচ্ছে নারীর ক্ষমতায়ন নিয়ে ভোট প্রচারে যতই গলা ফাটান না কেন নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধী, গণতন্ত্রে মহিলাদের প্রতিনিধিত্ব নিয়ে তেমন ইতিবাচক ভূমিকা নিতে পারেনি কংগ্রেস বা বিজেপি দুই বড় দলের কেউই।

স্বাধীনতার পর থেকে লোকসভায় সাংসদ হিসাবে মহিলাদের প্রতিনিধিত্বের দিকেও যদি আমরা চোখ রাখি সেই একই দীনতার ছবি ভেসে উঠবে।

১৯৫২ সালে প্রথম লোকসভায় মহিলা সাংসদ ছিলেন মাত্র ২২ জন। মোট সাংসদের মাত্র ৪.৪% জন।

১৯৭৭ সালে লোকসভায় মহিলা সাংসদের সংখ্যা ছিল সবচেয়ে কম। মাত্র ১৯ জন। মোট সাংসদের ৩.৮%।

আর ২০০৯ সালে ৫৮ জন মহিলা ভোটে জিতে সাংসদ হিসাবে লোকসভায় গিয়েছিলেন। যা সংসদের ইতিহাসে সর্বাধিক।

মহিলা বিল নিয়েও যথেষ্টই টালবাহানা হয়েছে সংসদে। রাজ্যসভাতে পাস হলেও লোকসভায় এখনও পাস হয়নি এই বিল।
সব মিলিয়ে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে অর্ধেক আকাশ এখনও উপেক্ষিতই।

.