সিরিজ জয়ের হাতছানি ভারতের কাছে

ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। আজ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। ফাইনালে চোট সারিয়ে দলে ফিরতে পারেন মহেন্দ্র সিং ধোনি। পরপর দুটি হার। টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টাই বেজে গিয়েছিল ভারতীয় দলের। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত উঠল ফাইনালে। ভারতের হাতেই ঘরের মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের।

Updated By: Jul 11, 2013, 06:35 PM IST

ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। আজ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। ফাইনালে চোট সারিয়ে দলে ফিরতে পারেন মহেন্দ্র সিং ধোনি। পরপর দুটি হার। টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টাই বেজে গিয়েছিল ভারতীয় দলের। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত উঠল ফাইনালে। ভারতের হাতেই ঘরের মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের।
শ্রীলঙ্কার বিরুদ্ধে মরনবাঁচন ম্যাচে এই জয়কে দাপটের জয় বলে আখ্যা দিলেন স্টপগ্যাপ অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটেই হোক বা বোলিং, ফিল্ডিং- সব বিভাগেই দাপট দেখিয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত। বিরাটের `দাপুটে জয়` আখ্যায় বদলে গিয়েছে তরুন টিম ইন্ডিয়ার মানসিকতাই। জাদেজা বনাম রায়নার ঝগড়াও অতীত। গোটা দল একসুঁতোয় বেঁধে গিয়েছে স্রেফ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। এদিকে শোনা যাচ্ছে, ফাইনালে চোট সারিয়ে দলে ফিরতে পারেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এখনও তা চূড়ান্ত হয়নি।শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও কোহলি বলছেন ফাইনালে হবে অন্য লড়াই।অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল যে ছেড়ে দেওয়ার পাত্র নয়,তা জানেন বিরাট-কার্তিক-ইশান্তরা।আর মেগাফাইনালের আগে ভারতীয় শিবিরে আশা জাগাচ্ছেন একজনই,নতুন তারকা হয়ে ওঠা ভুবনেশ্বর কুমার।
 

.