ডেঙ্গিতে আক্রান্ত জয়া আহসান?

বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন জয়া।

Updated By: Aug 7, 2019, 02:01 PM IST
ডেঙ্গিতে আক্রান্ত জয়া আহসান?

নিজস্ব প্রতিবেদন: গুরুতর অসুস্থ জয়া আহসান। বেশকিছুদিন ধরে অভিনেত্রী জ্বরে ভুগছেন বলে বাংলাদেশের বেশকিছু সংবাদমাধ্যম সূত্রে খবর। বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন জয়া।

বেশকিছুদিন ধরে ডেঙ্গি আতঙ্কে ভুগছে বাংলাদেশ। জানা যাচ্ছে, বাংলাদেশে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ২৪ হাজার। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ডেঙ্গিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও খবর মিলেছে। এরই মধ্যে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর ভক্তরা। তবে আরও একটি সূত্র জানাচ্ছে, জয়া এখনও ডেঙ্গি হয়েছে কিনা জানতে রক্ত পরীক্ষা করাননি। তাই তিনিও ডেঙ্গিতে আক্রান্ত কিনা তা নিশ্চিত নয়। 

আরও পড়ুন-''অসাধারণ মানুষ ছিলেন সুষমাজি'', শোকবার্তায় লিখলেন অমিতাভ

 

প্রসঙ্গত, বংলাদেশের পাশাপাশি এদেশেও নিজের অভিনয় দক্ষতার জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন জয়া। জয় আহসান অভিনীত কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'বিসর্জন' জাতীয় পুরস্কারও পেয়েছে। কিছুদিন আগেই ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে 'বিনিসুতো' ছবিরও শ্যুটিং করেছেন অভিনেত্রী। তবে আপাতত জ্বরে কাবু জয়া বাংলাদেশে তাঁর নিজের বাড়িতেই রয়েছেন বলে খবর। 

আরও পড়ুন-স্পিলবার্গের 'হালো'তে শাবানা

.