Jennifer Mistry: প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ! অভিনেত্রীর পক্ষেই রায় আদালতের...

Jennifer Mistry: গত বছর টিভির ধারাবাহিকের প্রযোজক অসিত কুমার মোদীর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তোলেন জেনিফার। জানা গিয়েছে, মামলা জিতেছেন জেনিফার। শুধু তাই নয়, অসিত কুমার মোদীকে তাঁর অনাদায়ী বকেয়া এবং ক্ষতিপূরণ হিসাবে ৫ লক্ষ টাকা দিতে বলা হয়েছে। 

Updated By: Mar 26, 2024, 11:43 PM IST
Jennifer Mistry: প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ! অভিনেত্রীর পক্ষেই রায় আদালতের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার মিস্ত্রি বাঁশিওয়াল। 'তারক মেহতা কা উল্টা চশমা' ধারাবাহিক থেকে অভিনেত্রী খ্যাতি পায়। ধারাবাহিকে জেনিফারকে মিসেস রোশন সিং সোদির ভূমিকায় দেখা গিয়েছিল। 

গত বছর টিভির ধারাবাহিকের প্রযোজক অসিত কুমার মোদীর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তোলেন জেনিফার। তারপর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন তারক মেহতা খ্যাত এই অভিনেত্রী। সম্প্রতি সেই মামলারই শুনানি দেন কোর্ট। জানা গিয়েছে, মামলা জিতেছেন জেনিফার। শুধু তাই নয়, অসিত কুমার মোদীকে তাঁর অনাদায়ী বকেয়া এবং ক্ষতিপূরণ হিসাবে ৫ লক্ষ টাকা দিতে বলা হয়েছে। 

আরও পড়ুন: Kanchan Mullick| Mimi | Nusrat: জল্পনা উস্কে তৃণমূলের তারকা প্রচারক তালিকায় বাদ কাঞ্চন, নেই মিমি-নুসরত-কৌশানীও

এক সাক্ষাৎকারে অভিনেত্রী এই খবরটি নিশ্চিত করেছেন। এবং বলেন, 'এই খবর সত্যি। আমি জিতেছি কিন্তু আমি আংশিক খুশি। রায় পাস হওয়ার ৪০ দিনেরও বেশি সময় হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত আমি বকেয়া পরিমাণ টাকা পায়নি।  আমার টাকা বকেয়া থাকার পর এক বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে কিন্তু পরিশোধ করা হয়নি এবং এখনও কোনো বিচার হয়নি।'

অভিনেত্রী 'তারক মেহতা কা উল্টা চশমা' প্রকল্পের প্রধান সোহেল রামানি এবং নির্বাহী প্রযোজক যতীন বাজাজের নাম উল্লেখ করেছেন।  তিনি বলেন, 'আমি তাদের তিনজনের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলাম, কিন্তু সোহেল এবং যতীনকে রায়ে অন্তর্ভুক্ত করা হয়নি, তাই আমি খুশি নই। স্থানীয় কমিটি আমাকে দেওয়ার নির্দেশ দিয়েছে, কারণ আমি এই পরিমাণ প্রাপ্য। তারা অসিত মোদীকে যৌন হয়রানির জন্য দোষী প্রমাণ করেছে, যা আমি প্রথম থেকেই জানতাম। এতে নতুন কী আছে?'

আরও পড়ুন: Urvashi Rautela: 'আমাকে ভোটে দাঁড়াতে বলেছিল, কিন্তু...'! কোন দলের প্রস্তাব ফেরালেন ঊর্বশী?

জেনিফার এ-ও বলেন যে, 'গত এক বছরে আমি যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছিলাম তার কী হবে? উল্টো, অপরাধীরা নির্দোষ বলে পরিচয় দিয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে। শুধু একটাই কথা, সরকারি কর্তৃপক্ষের এই রায়ে সব হাওয়া পরিষ্কার হয়ে যায় যে আমার মামলাটি বানোয়াট নয়। , বা আমি মহিলা কার্ড খেলিনি, বা আমি সস্তা প্রচার করছিলাম না, যেমন অনেকেই আমাকে প্রাথমিকভাবে বিচার করেছিলেন। আমি কেবল ঘটনাগুলি বর্ণনা করছিলাম। আমি খুশি যে আমার বিরুদ্ধে যৌন হয়রানি স্বীকৃত হয়েছে। তবে, আমি অনুভব করি না যে আমাকে সঠিক বিচার দেওয়া হয়েছে।'

জেনিফারের বাবা পার্সি এবং মা খ্রিস্টান। ২০০৬ সালে CID-তে দেখা গিয়েছিল তাঁকে। ২০০৮ সালে ক্রেজি ৪ এবং হল্লা বোলের মতো ছবিতে অভিনয় করেছিলেন জেনিফার। ওই বছরেই তিনি তারক মেহতা কা উল্টা চশমায় সুযোগ পান। রোশন দারুওয়ালা কৌর সৌধির ভূমিকায় দেখা যায় তাঁকে। ১৯৯৮ সালে অভিনেতা ময়ূর বাঁশিওয়ালকে বিয়ে করেন জেনিফার। তাঁদের মেয়ের নাম লেকিসা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.