স্ত্রী চূর্ণীর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট কৌশিক গঙ্গোপাধ্যায়ের

 স্ত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য়ে এমনই একটি পোস্ট করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Dec 15, 2019, 12:54 PM IST
স্ত্রী চূর্ণীর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট কৌশিক গঙ্গোপাধ্যায়ের

নিজস্ব প্রতিবেদন: "অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবী দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া ।" শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে স্ত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য়ে এমনই একটি পোস্ট করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সঙ্গে স্ত্রীর চূর্ণীর সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন পরিচালক। 

তবে কৌশিক গঙ্গোপাধ্যায় ঠিক কেন স্ত্রী চূর্ণীকে উদ্দেশ্য করে এমন পোস্ট করেছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান জল্পনা তৈরি হয়েছে। কারোর কথায়, বিবাহবার্ষিকী উপলক্ষেই এমন পোস্ট করেছেন পরিচালক। অনেকে আবার জনপ্রিয় এই পরিচালক জুটিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানিয়েছেন।

আরও পড়ুন-'আমি সন্তান চাই', নিজের মুখেই জানালেন রণবীর

এদিকে পরিচালক বাবার এই সোশ্যাল মিডিয়া পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেছেন ছেলে উজান গঙ্গোপাধ্যায়। তাঁর ফেসবুকের লোকেশন থেকেই জানা যাচ্ছে এই মুহূর্তে কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে লন্ডনে রয়েছেন। 

আরও পড়ুন-ফিল্ম রিভিউ: উড়ে আসুন ঘুরে আসুন, স্বপ্ন দেখাচ্ছে 'উড়োজাহাজ'

তবে সত্যিই বিবাহবার্ষিকী উদযাপন করতেই এই পরিচালক জুটি লন্ডনে গিয়েছেন কিনা তা অবশ্য স্পষ্ট নয়। 

.