হেরে আই লিগ শেষ ইস্টবেঙ্গলের

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল। শনিবার পুনে এফসি রানার্স হয়ে যাওয়ায় আইলিগে আগ্রহই হারিয়ে ফেলেছিল ইস্টবেঙ্গল। আর তা ধরা পড়ল রবিবারের কল্যানীতে। লাজং এফসির বিরুদ্ধে ১-০ গোলে হেরে আই লিগ অভিযান শেষ করল মরগ্যানের দল। ম্যাচের মাত্র ছয় মিনিটে লাজংয়ের হয়ে গোল করেন তাইসুকে।

Updated By: May 12, 2013, 06:45 PM IST

ইস্টবেঙ্গল (০) লাজং এফসি (১)
চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল। শনিবার পুনে এফসি রানার্স হয়ে যাওয়ায় আইলিগে আগ্রহই হারিয়ে ফেলেছিল ইস্টবেঙ্গল। আর তা ধরা পড়ল রবিবারের কল্যানীতে। লাজং এফসির বিরুদ্ধে ১-০ গোলে হেরে আই লিগ অভিযান শেষ করল মরগ্যানের দল। ম্যাচের মাত্র ছয় মিনিটে লাজংয়ের হয়ে গোল করেন তাইসুকে।
যেহেতু রানার্স হওয়ার কোনও সম্ভাবণা ইস্টবেঙ্গলের ছিলনা, তাই দল নিযে এদিন পরীক্ষা নিরীক্ষার পথে হেঁটেছিলেন মরগ্যান। দলের সব বিদেশিকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে দল নামিয়েছিলেন মরগ্যান। আর ভারতীয় ফুটবলারদের নিয়ে গড়া এদিনের ইস্টবেঙ্গলের প্রথম একাদশ লাজং এফসির মত দলের বিরুদ্ধে সেরকম দাগ কাটতে ব্যর্থ।
আপফ্রন্টে এদিন মরগ্যানের ভরসা ছিলেন রবিন সিং-মননদীপ সিং জুটি। অফ ফর্মে থাকা এই ভারতীয় স্ট্রাইকার জুটির খারাপ ফর্ম যে অব্যাহত, তা তাঁদের আক্রমণের দুর্বলতা দেখেই স্পষ্ট।

.