জিতে আই লিগে দশম মোহনবাগান

ইউনাইটেড সিকিমের বিরুদ্ধে ৩-০ গোলে জিতে আই লিগে দশম স্থানে শেষ করল মোহনবাগান। পালজোর স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই সিকিমের ঘরের ছেলে নির্মল ছেত্রীর গোলে এগিয়ে যায় মোহনবাগান। এরপর ম্যাচে কামব্যাক করার চেষ্টা করলেও কার্যকরী আক্রমণ ছিল না নাথান হলের দলের। প্রথমার্ধে আরও দুটি গোল করার সুযোগ পেয়েছিল মোহনবাগান।

Updated By: May 12, 2013, 06:31 PM IST

মোহনবাগান (৩) ইউনাইটেড সিকিম (০)
ইউনাইটেড সিকিমের বিরুদ্ধে ৩-০ গোলে জিতে আই লিগে দশম স্থানে শেষ করল মোহনবাগান। পালজোর স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই সিকিমের ঘরের ছেলে নির্মল ছেত্রীর গোলে এগিয়ে যায় মোহনবাগান। এরপর ম্যাচে কামব্যাক করার চেষ্টা করলেও কার্যকরী আক্রমণ ছিল না নাথান হলের দলের। প্রথমার্ধে আরও দুটি গোল করার সুযোগ পেয়েছিল মোহনবাগান।
কিন্তু ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় করিমের দল। দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে পেনাল্টি পায় বাগান শিবির। গোল করতে ভুল করেননি ওডাফা। ইউনাইটেড সিকিমের কফিনে শেষ পেরেক পোঁতেন টোলগে। ম্যাচের ৮৭ মিনিটে মোহনবাগানের হয়ে শেষ গোল করেন এই অসি স্ট্রাইকার। শেষ পর্যন্ত আই লিগে ২৬ ম্যাচে ২৯ পয়েন্ট পেয়ে দশ নম্বরে শেষ করল মোহনবাগান।
এবারের আই লিগটা ঘটনাবহুল হল মোহনবাগানের। ডার্বি ম্যাচে দল তুলে নেওয়ার শাস্তি হিসাবে প্রথম দু বছরের জন্য আই লিগ থেকে নির্বাসিত করা হয়। এরপর অনেক নাটকের পর নির্বাসন তুলে নেওয়া হয় বাগানের। তবে সমস্ত পয়েন্ট কেটে নেওয়া হয়। শূন্য পয়েন্ট থেকে শুরু করে অবনমন বাঁচানোর কঠিন লড়াইয়ের মুখে পড়ে করিমের দল।

.