নিহত জঙ্গিরা বিদেশি: সুশীল কুমার শিন্ডে

বুধবার শ্রীনগরে জঙ্গি হামলার ঘটনায় সিআরপিএফের গুলিতে নিহত দুই জঙ্গিই বিদেশি বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। আজ লোকসভায় দাঁড়িয়ে এই কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি জানান ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নথিতে একাধিক পাকিস্তানের ফোন নম্বর পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থকে উদ্ধারীকৃত ওষুধ ও অনান্য বস্তু পাকিস্তানে তৈরি বলেও দাবি করেছেন তিনি। যদিও পাকিস্তানের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। 

Updated By: Mar 14, 2013, 01:51 PM IST

বুধবার শ্রীনগরে জঙ্গি হামলার ঘটনায় সিআরপিএফের গুলিতে নিহত দুই জঙ্গিই বিদেশি বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। আজ লোকসভায় দাঁড়িয়ে এই কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি জানান ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নথিতে একাধিক পাকিস্তানের ফোন নম্বর পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থকে উদ্ধারীকৃত ওষুধ ও অনান্য বস্তু পাকিস্তানে তৈরি বলেও দাবি করেছেন তিনি। যদিও পাকিস্তানের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। 
অন্যদিকে আজ লোকসভায় বুধবারের ঘটনায় নিহত পাঁচ সিআরপিএফের স্মৃতিতে শোকজ্ঞাপনের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতির তীব্র সমালোচনা করেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশারফের ভারত সফরের সময় বিদেশমন্ত্রী সলমন খুরশিদ নৈশভোজ করেন তাঁর সঙ্গে। আজ লোকসভায় এই প্রসঙ্গ টেনে এনে খুরশিদেরও সমালোচনা করেন বিরোধী দলনেত্রী।
তিন বছর পর গতকাল ফের জঙ্গি হামলার শিকার হয়েছে শ্রীনগর। বুধবার সকালে শ্রীনগরের বিমানে সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৫ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। 

.