করাচিতে জঙ্গি হামলার কড়া নিন্দা করা শরিফকে চিঠি মোদীর

করাচিতে জঙ্গি হামলার কড়া নিন্দা করে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠিতে সন্ত্রাসমুক্ত পরিবেশে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একযোগে কাজ করার বার্তাও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ভিওঃ গত রবিবারই করাচির জিন্না বিমানবন্দরে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই ঘটনায় নিহত হন তেইশজন নিরীহ মানুষ। এর ঠিক দুদিন পরেই মঙ্গলবার ফের জঙ্গি হামলার ঘটনা ঘটে করাচির এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের অ্যাকাডেমি ক্যাম্পে। এই দুই জোড়া জঙ্গি হামলার কড়া নিন্দা করে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিঠি দিলেন নরেন্দ্র মোদী। চিঠিতে হামলার ঘটনাকে বর্বরোচিত বলে উল্লেখ করে নিহতদের প্রতি শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। পাক প্রধানমন্ত্রীকে লেখা নরেন্দ্র মোদীর চিঠিতে এসেছে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ও। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন নওয়াজ শরিফ। সেসময়েই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী। বৈঠকে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের। সেই বৈঠকের প্রসঙ্গ টেনেই নওয়াজ শরিফকে লেখা চিঠিতে সন্ত্রাসমুক্ত পরিবেশে বন্ধুত্ব এবং সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী।

Updated By: Jun 14, 2014, 09:32 AM IST

করাচিতে জঙ্গি হামলার কড়া নিন্দা করে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠিতে সন্ত্রাসমুক্ত পরিবেশে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একযোগে কাজ করার বার্তাও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ভিওঃ গত রবিবারই করাচির জিন্না বিমানবন্দরে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই ঘটনায় নিহত হন তেইশজন নিরীহ মানুষ। এর ঠিক দুদিন পরেই মঙ্গলবার ফের জঙ্গি হামলার ঘটনা ঘটে করাচির এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের অ্যাকাডেমি ক্যাম্পে। এই দুই জোড়া জঙ্গি হামলার কড়া নিন্দা করে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিঠি দিলেন নরেন্দ্র মোদী। চিঠিতে হামলার ঘটনাকে বর্বরোচিত বলে উল্লেখ করে নিহতদের প্রতি শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। পাক প্রধানমন্ত্রীকে লেখা নরেন্দ্র মোদীর চিঠিতে এসেছে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ও। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন নওয়াজ শরিফ। সেসময়েই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী। বৈঠকে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের। সেই বৈঠকের প্রসঙ্গ টেনেই নওয়াজ শরিফকে লেখা চিঠিতে সন্ত্রাসমুক্ত পরিবেশে বন্ধুত্ব এবং সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী।

অত্যন্ত তাত্পর্যপূর্ণভাবে চিঠিতে পাক প্রধানমন্ত্রীকে মোদী লিখেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ ও সহযোগিতার সম্পর্ক উজ্জ্বল ভবিষ্যতের দরজা খুলে দেবে। যা দুদেশের মানুষকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যাবতীয় শত্রুতা এবং হিংসাকে দূরে সরিয়ে কাজ করতে পারলেই দুই প্রতিবেশী দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করা সম্ভব হবে।

তাঁর মাকে শাড়ি উপহার দেওয়ার জন্য নওয়াজ শরিফকে ধন্যবাদও জানিয়েছেন নরেন্দ্র মোদী।

.