সাইক্লোনের প্রভাব না পড়লেও রাজ্যের ৮ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

সাইক্লোনের প্রভাব পড়বে না এই রাজ্যে। তবে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে। এমন কথাই জানাল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের মোট ৮টি জেলায় ভারী বৃষ্টি হবে। সেই আটটি জেলা হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া।

Updated By: Oct 12, 2013, 05:27 PM IST

সাইক্লোনের প্রভাব পড়বে না এই রাজ্যে। তবে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে। এমন কথাই জানাল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের মোট ৮টি জেলায় ভারী বৃষ্টি হবে। সেই আটটি জেলা হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া।
কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নবমীর দুপুরের পর থেকে কলকাতার আবহাওয়ার উন্নতি হবে এমন কথাই জানান হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
এদিকে, পুজোর ছুটি কাটাতে গিয়ে তাই তড়িঘড়ি ফিরে আসতে হল ওড়িশা উপকূল থেকে। শনিবারই পর্যটক বোঝাই বিশেষ ট্রেন এসে পৌঁছয় হাওড়া স্টেশনে। পুরী, ভূবনেশ্বর, গোপালপুরের মতো জায়গাগুলিতে ঘুরতে গিয়েছিলেন ওই সব পর্যটকেরা। ফিরে এসে জানালেন ঝড়ের আগে উত্তাল সমুদ্রের অভিজ্ঞতার কথা। 
আজ পুরীর দিকে সব ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রেল। হাওড়া ও সাঁতরাগাছি থেকে ওড়িশা ও দক্ষিণভারতগামী মোট ২৩টি ট্রেন বাতিল করা হয়েছে। পুরীর দিকে আজ কোনও ট্রেন ছাড়ছে না। গতিপথ বদলানো হয়েছে ছটি ট্রেনের।

.