মধ্যপ্রদেশের মন্দিরে পদপিষ্ট হয়ে নিহত ৯১, আহত ১০০

আজ সকালে মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় রতনগড় মন্দিরে পদপৃষ্ট হয়ে মারা গেলেন ৬০ জনেরও বেশী মানুষ। আহত হয়েছেন শতাধিক।

Updated By: Oct 13, 2013, 03:30 PM IST

মধ্যপ্রদেশের একটি মন্দিরে ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৯১ জনের। আহত হয়েছেন আরও ১০০ জন। মৃতদের মধ্যে ৩১ জন মহিলা এবং ১৭ শিশু।
দাতিয়া জেলায় স্থানীয় একটি নদীর তীরে দুর্গামন্দিরে জড়ো হচ্ছিলেন পুণ্যার্থীরা। মন্দিরে পৌঁছতে গেলে পার হতে হয় একটি সেতু। পুলিসসূত্রে খবর, সেতু পার হওয়ার সময়ে গুজব ছড়ায়, ভেঙে পড়তে পারে সেতু। তখনই জনতার মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময়ই পদপিষ্ট হয়ে নারী ও শিশু সমেত ৮৯ জনের মৃত্যু হয়। অন্য একটি সূত্রের দাবি, অনেকে লাইন ভাঙার চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিস। এরপরেই শুরু হয় হুড়োহুড়ি। ঘটনার পর পুলিসকে লক্ষ্য করে ইট পাথর ছোড়ে জনতা। এর জেরে আহত হন কয়েকজন পুলিসকর্মীও।
ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। মৃতদের পরিবার পিছু দেড় লক্ষ, গুরুতর আহতদের জন্য পঞ্চাশ হাজার এবং সামান্য আহতদের জন্য পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার।

.