'আদর্শ দম্পতি' এমনই হওয়া উচিত! দেখুন কী বললেন শ্রাবন্তীর স্বামী

চুপিসারে বিয়েটা সেরেই ফেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 

Updated By: May 28, 2019, 05:25 PM IST
'আদর্শ দম্পতি' এমনই হওয়া উচিত! দেখুন কী বললেন শ্রাবন্তীর স্বামী

নিজস্ব প্রতিবেদন : পেশায় কেবিন ক্রু সুপারভাইজার রোশন সিংয়ের সঙ্গে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রেম নিয়ে আলোচনা হতে না হতেই আচমকাই যেন টলিপাড়ায় শোনা গিয়েছিল অভিনেত্রীর বিয়ের খবর। তাঁর তৃতীয় বিয়ে নিয়ে টলিপাড়া থেকে সোশ্য়াল মিডিয়া, কোনও জায়গাতেই কিছু কম আলোচনা হয়নি। তবে সমস্ত আলোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে চুপিসারে বিয়েটা সেরেই ফেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 

আরও পড়ুন-শ্রাবন্তী-রোশন মধুচন্দ্রিমা কাটাচ্ছেন এই দেশেই! ফাঁস হল ছবিতে...

ইতিমধ্যেই বিয়ের পর ইন্দোনেশিয়ার 'বালি'তে মধুচন্দ্রিমাও সেরে ফেলেছেন শ্রাবন্তী ও রোশন। আপাতত একে অপরের প্রেমে হাবুডুবু অবস্থা শ্রাবন্তী-রোশনের। তবে লোকে যে যাই বলুক, সবকিছু ভুলে রোশনকে বিয়ের সিদ্ধান্ত শ্রাবন্তী কেন নিয়েছিলেন সে উত্তরটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যেই খোলসা করেছেন শ্রাবন্তীর স্বামী রোশন সিং। শ্রাবন্তীর সঙ্গে একটা বিশেষ ছবি পোস্ট করে ক্যাপশানে রোশন লিখেছেন, '' তুমি তাঁকে কখনওই বিয়ে করবে না যার সঙ্গে তুমি থাকতে পারবে, তুমি তাকেই বিয়ে করো যাকে ছাড়া তুমি থাকতে পারবে না?''

ক্যাপশানে একথা লিখে শ্রাবন্তী তাঁর কথার সঙ্গে একমত কিনা সেটা প্রশ্নও করে বসেছেন রোশন? উত্তরটা অবশ্য দিতে ভোলেননি শ্রাবন্তীও। দেখুন তাঁরা কে কী লিখেছেন...

আরও পড়ুন-বাংলার এই দুই সাংসদকে চোখে দেখেও শান্তি, মিমি-নুসরতের টিকটক ভিডিয়ো পোস্ট করে লিখলেন রামগোপাল ভার্মা

শ্রাবন্তী ও রোশনের প্রেম যে জমে এক্কেবারে ক্ষীর তা বুঝতে পেরে ছবির নিচে কমেন্ট করেছেন অনেকেই।

প্রলঙ্গত, গত ১৯ এপ্রিল অর্থাৎ ৪ঠা বৈশাখ পঞ্জাবি রীতিতে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ২৩ এপ্রিল কলকাতাতে ফিরেছেন অভিনেত্রী। খুব শীঘ্রই কলকাতায় একটি রিসেপশন পার্টি দেওয়ার কথাও রয়েছে শ্রাবন্তী ও রোশনের।

আরও পড়ুন-ক্যামেরাবন্দি হচ্ছেন 'গুমনামী বাবা', হয়ে গেল 'শুভ মহরৎ'

 

.