ধর্মঘটের প্রভাব শিল্পাঞ্চলেও

এগারোটি ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘটে রাজ্যের শিল্পাঞ্চলে ভাল প্রভাব পড়েছে। তারাতলা শিল্পাঞ্চলে বেশিরভাগ মানুষই কাজে যোগ দেননি। অধিকাংশ কলকারখানাই বন্ধ রয়েছে।

Updated By: Feb 20, 2013, 10:54 AM IST

এগারোটি ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘটে রাজ্যের শিল্পাঞ্চলে ভাল প্রভাব পড়েছে। তারাতলা শিল্পাঞ্চলে বেশিরভাগ মানুষই কাজে যোগ দেননি। অধিকাংশ কলকারখানাই বন্ধ রয়েছে।
কেমন চলছে শিল্পাঞ্চলের বন্‍ধ
ব্রিটানিয়ার কারখানার সামনে সকাল থেকেই হাজির রয়েছেন সিটু এবং আইএনটিটিইউসির কর্মীরা। সিটুর দাবি, তারাতলা শিল্পাঞ্চলে ধর্মঘটে দারুণ সাড়া মিলেছে। অন্যদিকে, তারাতলা শিল্পাঞ্চল স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে আইএনটিটিইউসি।
ধর্মঘটে সবচেয়ে ভাল সাড়া পড়েছে বারাকপুর শিল্পাঞ্চলে। সকাল থেকে খুব কম সংখ্যক শ্রমিক কাজে যোগ দিয়েছেন।  একই ছবি হাওড়াতেও। এখনও পর্যন্ত সেখানে কাজে যোগ দেওয়া শ্রমিকের সংখ্যা খুবই কম। আসানসোল শিল্পাঞ্চলে দূরপাল্লার বাস ছাড়েনি। কিছু মিনিবাস চলছে।
কলিয়ারি এবং কারখানায় সকাল পর্যন্ত খুব বেশি মানুষ কাজে যাননি। কল্যাণী শিল্পাঞ্চলে ধর্মঘটের প্রভাব পড়েছে আংশিক। সেখানে শ্রমিকদের গতকাল রাত থাকতেই কারখানায় ঢুকিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন কর্মীদের একাংশ। 
হলদিয়া এবং হুগলি শিল্পাঞ্চলেও উপস্থিতির হার খুব কম। মোর্চা ধর্মঘটের বিরোধিতা করায় পাহাড় স্বাভাবিক রয়েছে। কিন্তু চাবাগানগুলিতে ধর্মঘটের ভাল প্রভাব পড়েছে।

.