কেউ তাঁকে শেষ করে দিতে চাইছেন, মৃত্যুর আগে বন্ধুদের প্রায়ই বলতেন সুশান্ত!

ইতিমধ্যেই ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিস 

Edited By: জয়িতা বসু | Updated By: Jun 29, 2020, 06:40 PM IST
কেউ তাঁকে শেষ করে দিতে চাইছেন, মৃত্যুর আগে বন্ধুদের প্রায়ই বলতেন সুশান্ত!

নিজস্ব প্রতিবেদন : কেউ তাঁর কেরিয়ার শেষ করে দিতে চাইছেন। তাঁর ভাবমূর্তি নষ্ট করে বলিউড থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মৃত্যুর কয়েক মাস আগে নাকি কাছের বন্ধুদের প্রায়শই এমন কথা বলতেন সুশান্ত সিং রাজপুত। তবে কাদের দিকে ইঙ্গিত করতেন সুশান্ত, সে বিষয়ে কিছু জানাননি অভিনেতা। সম্প্রতি সুশান্তের কাছের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে পুলিস। সেখানেই উঠে আসে এই তথ্য। 

আরও পড়ুন : কখনও ভুলতে পারেননি, অঙ্কিতার ঘরের দেওয়াল জুড়ে শুধুই সুশান্তের স্মৃতি!

মৃত্যুর ৬ মাস আগে থেকে নাকি অবসাদে ভুগতে শুরু করেন সুশান্ত সিং রাজপুত। ফলে মনোবিদ কেশরি ছাবড়ার ওষুধ খেতেন তিনি। সুশান্তের মৃত্যুর তদন্ত করতে গিয়ে এমনই তথ্য উঠে আসে পুলিসের হাতে। রিয়া চক্রবর্তীও দাবি করেছেন, অবসাদ কাটানোর ওষুধ খেতেন সুশান্ত। সেই সূত্র অনুযায়ী সুশান্তের কাছের লোককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিস। ইতিমধ্যেই ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ব্যান্দ্রা থানার পুলিসের তরফে। যেখান থেকে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসতে শুরু করেছে।

আরও পড়ুন : সুশান্তের মৃত্যুর পর ব্যাগ থেকে প্যান কার্ড, আধার কার্ড টেনে বের করেন সন্দীপ!

পুলিসি জিজ্ঞাসাবাদের মুখে সুশান্তের বেশ কয়েকজন বন্ধু জানিয়েছেন, আত্মহত্যার ৬ মাস আগে থেকে নাকি মাঝে মধ্যেই ভয় পেতেন সুশান্ত। কেউ তাঁকে শেষ করে দিতে চাইছে বলে বন্ধুদের কাছে মন্তব্য করতেন অভিনেতা। ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন প্রভাবশালী তাঁর কেরিয়ার ধ্বংস করে দিতে চাইছেন বলেও নাকি মন্তব্য করতেন সুশান্ত। তবে কাদের কথা বলতেন সুশান্ত, সে বিষয়ে কোনও নাম তাঁর বন্ধুরা পুলিসকে জানাতে পারেননি।

আরও পড়ুন : সুশান্তকে নিঃশর্তে ভালবাসতেন অঙ্কিতা, মুখ খুললেন প্রয়াত অভিনেতার বন্ধু

এদিকে সুশান্তের মৃত্যুর পর যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানো শর্মাকে জিজ্ঞাসাবাদ করে পুলিস। তবে শানোকে কী কী বিষয় নিয়ে পুলিসি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

শানোর পর সুশান্তের শেষ ছবি দিল বেচারার সহঅভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘিকেও পুলিস জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর।

.