তোপ দাগায় হুমায়নকে শো কজ করল তৃণমূল, আরও বিপাকে ইন্দ্রনীল

গতকালের পর আজ ফের জেলা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন হুমায়ুন কবীর। এক সময় অধীর শিষ্যের দাবি, যাদের হাতে মুর্শিদাবাদ জেলা তৃণমূলকে শক্তিশালী করার দায়িত্ব দিয়েছেন নেত্রী তারা কোনও কর্মের নয়।

Updated By: Apr 12, 2014, 09:13 PM IST

গতকালের পর আজ ফের জেলা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন হুমায়ুন কবীর। এক সময় অধীর শিষ্যের দাবি, যাদের হাতে মুর্শিদাবাদ জেলা তৃণমূলকে শক্তিশালী করার দায়িত্ব দিয়েছেন নেত্রী তারা কোনও কর্মের নয়।

দুদিন পর পর দলবিরোধী মন্তব্যের পর হুমায়ুন কবীরকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। জেলা নেতৃত্বের কাছে এনিয়ে রিপোর্ট তলব করা হয়েছ

শুক্রবার প্রথম মুখ খুলেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন বলেছিলেন, খুনের মামলায় জড়ানোয় মাইলেজ দেওয়া হচ্ছে অধীরকে।

মুর্শিদাবাদ জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি, এক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন হুমায়ুন কবীরের এই মন্তব্যের পর জল্পনা শুরু হয়ে। তবে কী একসময়ে অধীর ঘনিষ্ঠ হুমায়ুন ফের পুরনো দলে ফিরতে চাইছেন? শনিবার জোর গলায় তেমন সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন হুমায়ুন কবীর।

পরে অবশ্য হুমায়ন বলেন, "আমি ক্লিনচিট দিইনি...অধীরকে গ্রেফতার করা হল না কেন..হলে আমি সবচেয়ে খুশি হতাম।"

জেলা তৃণমূল নেতৃত্বকে এদিনও কাঠগড়ায় তুলেছেন হুমায়ুন কবীর।

বলেন, "আমি চাই টিএমসি শক্তিশালী হোক, কিন্তু যাদের হাতে দায়িত্ব তারা কী করছে...কোথায় থাকেন জেলা তৃণমূল সভাপতি।"

তোপ দেগেছেন প্রশাসনের দিকেও।বললেন, জলঙ্গি থানা দেখলে খুনটা হতই না।

এবারের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে টিকিট পাননি হুমায়ুন কবীর। বহরমপুর থেকে প্রার্থী করা হয়েছে বহিরাগত ইন্দ্রনীল সেনকে । সেই ক্ষোভেই কী তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে এই বিষেদাগার হুমায়ুন কবীরের ? কারণ যাই হোক না কেন, ভোটের মুখে হুমায়ুন কবীরের মুখে জেলা তৃণমূল নেতৃত্বের সমালোচনায় আসলে লাভ হচ্ছে অধীর চৌধুরীর। তাই কবীরের কংগ্রেসে ফেরা নিয়েও জল্পনা চলছে।

.