প্রশাসনিক অচলাবস্থায় দিল্লি, রাজধানীতে আজই জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন

দিল্লিতে জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন। শনিবার সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবার অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরই তৈরি হওয়া অচলাবস্থার জেরে জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন। অনির্দিষ্ট কালের জন্য মুলতুবী হতে চলেছে দিল্লি বিধানসভা।

Updated By: Feb 16, 2014, 02:01 PM IST

দিল্লিতে জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন। শনিবার সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবার অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরই তৈরি হওয়া অচলাবস্থার জেরে জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন। অনির্দিষ্ট কালের জন্য মুলতুবী হতে চলেছে দিল্লি বিধানসভা।

রাজধানীতে রাষ্ট্রপতি শাসন জারি করার পরামর্শ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠান দিল্লির লেফটানেন্ট গভর্নর নবীন জঙ্গ। পদত্যাগ করার সময়ই দিল্লি বিধানসভা ভেঙে দেওয়ার কথা বলেছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাজ্যে নতুন করে নির্বাচন করানোর দাবি জানান তিনি। ওয়াকিবহাল মহলের মতে দিল্লিতে পুনর্নির্বাচনের সম্ভাবনাই উজ্জ্বল হচ্ছে ক্রমশ।

বিধানসভা মুলতুবী থাকাকালীন রাজনীতির অন্য রাস্তাও খোলা রয়েছে দিল্লিতে। ইতিমধ্যেই আপ সমর্থক নির্দল বিধায়ক এস আর বোমাই দিল্লির মসনদে বসার প্রস্তাব দিয়েছেন।

.