বরানগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে গুলি, দুষ্কৃতী অধরা

বরানগরের গুলিচালনার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিস। শনিবার দুপুরে বরানগরের আরসিআই বাজারে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক যুবককে গুলি করে দুস্কৃতীরা। আক্রান্তের পরিচিত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে হামলাকারীদের মধ্যে দুজনকে চিহ্নিত করেছে পুলিস। তবে কারও খোঁজ মেলেনি। উদ্ধার হয়নি হামলার অস্ত্রটিও।  

Updated By: Feb 10, 2013, 09:12 AM IST

বরানগরের গুলিচালনার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিস। শনিবার দুপুরে বরানগরের আরসিআই বাজারে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক যুবককে গুলি করে দুস্কৃতীরা। আক্রান্তের পরিচিত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে হামলাকারীদের মধ্যে দুজনকে চিহ্নিত করেছে পুলিস। তবে কারও খোঁজ মেলেনি। উদ্ধার হয়নি হামলার অস্ত্রটিও।  
বারাসতের পর এবার বরানগর। প্রতিবেশী  কিশোরীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে গুলি করল দুষ্কৃতীরা। শনিবার দিনেদুপুরে ঘটনাটি ঘটেছে বরানগরের আরসিআই বাজার এলাকায়। গুলি করার পরই সাইকেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। আক্রান্তের পরিচিত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে হামলাকারীদের মধ্যে দুজনকে চিহ্নিত করেছে পুলিস।
প্রতিবেশী যুবকের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই কিশোরী। জনবহুল আরসিআই বাজারে পৌঁছতেই নবম শ্রেণির ওই ছাত্রীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করে কয়েকজন যুবক। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন মঙ্গল সাহানি নামে ওই যুবক। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মঙ্গল সাহানির বাঁ হাতে গুলি লাগে।
প্রকাশ্যে গুলি চালানোর পরই সাইকেলে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা। মঙ্গল সাহানিকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিত্সকরা। ঘটনার প্রতিবাদে বরানগর থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস।  
মঙ্গল সিং আরজি কর হাসপাতালে চিকিত্সাধীন। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিত্সকরা। ঘটনার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

.