Coronavirus: ৭ মাসে সর্বনিম্ন করোনার দৈনিক সংক্রমণ, মৃতের সংখ্যা কমায় স্বস্তি দেশে

পরিসংখ্যান অনুযায়ী গত সাত মাসে সর্বনিম্ন দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা।

Updated By: Oct 12, 2021, 12:44 PM IST
Coronavirus: ৭ মাসে সর্বনিম্ন করোনার দৈনিক সংক্রমণ, মৃতের সংখ্যা কমায় স্বস্তি দেশে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: উৎসব মরসুমে দেশের দৈনিক করোনা সংক্রমণ কমল রেকর্ড হারে। পরিসংখ্যান অনুযায়ী গত সাত মাসে সর্বনিম্ন দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। বিগত কয়েক সপ্তাহে অতিমারী সৃষ্টিকারী ভাইরাসের সংক্রমণ কমেছে অনেকটাই। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ১৪ হাজার ৩১৩। অন্যদিকে, অনেকটাই কমেছে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৮১।

এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫০ হাজার ৯৬৩। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়ে ওঠার সংখ্যা ২৬ হাজার ৫৭৯। এর ফলে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা কমেছে অনেকটাই। পরিসংখ্যান অনুযায়ী তা ২ লক্ষ ১৪ হাজার ৯০০। দেশে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ৩৩ লক্ষ ২০ হাজার ৫৭ জন।

আরও পড়ুন, Covid-19: পুজোর আনন্দের মাঝেই কলকাতায় বাড়ছে আক্রান্ত, রাজ্য ১২ লক্ষ টিকাকরণ

গত মার্চ মাসে দেশে একদিনে সংক্রমিতের সংখ্যা ছিল ১৪ হাজারের কাছাকাছি। দেশে এরই মধ্যে চলছে টিকাকরণের কাজও। এখনও পর্যন্ত ৯৫ কোটি ৮৯ লক্ষ ৭৮ হাজার ৪৯ জন করোনা ভ্যাকসিন পেয়েছেন দেশে। একদিনে টিকা দেওয়া হয়েছে ৬৫ হাজারের বেশি। পাশাপাশি কেরলের করোনা পরিস্থিতিরও উন্নতি ঘটছে। 

গতকালের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ১৮ হাজার ১৩২। মৃতের সংখ্যা ছিল ১৯৩। দেশে এই মুহুর্তে রিকভারি রেট ৯৮.০৪ শতাংশ। ২০২০-র মার্চের পর যা সবচেয়ে বেশি। দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে রেকর্ড হারে৷ মার্চের পর এই হার সর্বনিম্ন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.