Coronavirus: ১৯৭ দিনে সর্বনিম্ন করোনা অ্যাক্টিভ কেস, দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের ওপরেই

গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে সংক্রমণ।

Updated By: Oct 2, 2021, 11:49 AM IST
Coronavirus: ১৯৭ দিনে সর্বনিম্ন করোনা অ্যাক্টিভ কেস, দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের ওপরেই
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:  ১৯৭ দিনের মধ্যে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস। বেশ কিছুদিন আগেই তিন লক্ষের নীচে নেমেছিল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ রোগী ২ লক্ষ ৭৩ হাজারের সামান্য বেশি। 

গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে সংক্রমণ। গতকাল ২৬ হাজারের গণ্ডি পেরিয়েছিল করোনা। সেই পরিসংখ্যানের তুলনায় বেশ অনেকটাই কমল সংক্রমণ। একদিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৩৫৪।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৫ হাজার ৪৫৫ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৯১ হাজার ৬১।

আরও পড়ুন, Lal Bahadur Shastri: ''তাঁর জীবনের মূল্যবোধ ও নীতি দেশবাসীকে অনুপ্রাণিত করে'', শাস্ত্রী স্মরণে মোদী

শনিবারের পরিসংখ্যান অনুযায়ী করোনা কোপে একদিনে প্রাণ হারিয়েছেন ২৩৪ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন ৪ লক্ষ ৪৮ হাজার ৫৭৩ জন। যদিও কেরলের করোনা পরিসংখ্যান এখনও চিন্তার। একদিনে দক্ষিণের এই রাজ্যে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৮৩৪ জন।  মৃত্যু হয়েছে ৯৫ জনের।

পাশাআশি দেশে জারি রয়েছে টিকাকরণও। গত ২৪ ঘণ্টায় ৬৯ লক্ষ ৩৩ হাজার ৮৩৮ জন ভ্যাকসিন পেয়েছে দেশে।   শুক্রবার পর্যন্ত দেশে মোট কোভিড টিকা পেয়েছে ৮৯ কোটি ৭৪ লক্ষ ৮১ হাজার ৫৫৪ জন।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.