Coronavirus: তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানি, দেশে একদিনে ৪৬ হাজার ছাড়াল সংক্রমণ

জুলাইয়ের পর এক দিনে রেকর্ড হারে সংক্রমণ বৃদ্ধি দেশে। 

Updated By: Aug 28, 2021, 10:53 AM IST
Coronavirus: তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানি, দেশে একদিনে ৪৬ হাজার ছাড়াল সংক্রমণ
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কের ভয়ই সত্যি হল। দেশের দৈনিক সংক্রমণ ফের ৪৬ হাজার ছাড়াল। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯ জন। জুলাইয়ের পর এক দিনে রেকর্ড হারে সংক্রমণ বৃদ্ধি দেশে। 

মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৬ লক্ষ ৪৯ হাজার ৯৪৭। শুক্রবারের তুলনায় প্রায় দু’হাজার বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে দেশে৷ পাশাপাশি দৈনিক মৃত্যুও শনিবার ৫০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫০৯ জনের। ভারতে এখনও পর্যন্ত করোনা কোপে প্রাণ গিয়েছে মোট ৪ লক্ষ ৩৭ হাজার ৩৭০ জনের।

অ্যাক্টিভ রোগীর সংখ্যাও বেড়েছে পাল্লা দিয়ে। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে প্রায় ১৪ হাজার ৮৭৬ জন। শনিবার দেশে অ্যাকটিভ রোগী রয়েছেন ৩ লক্ষ ৫৯ হাজার ৭৭৫ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩২ হাজার ৯৯৮ জন। এই সংখ্যাটা দৈনিক আক্রান্তের থেকে অনেক কম। 

আরও পড়ুন, Covid-19: কলকাতায় আবারও ১০০-র উপরে আক্রান্ত, সাড়ে ৪ লক্ষের কাছাকাছি টিকা

অন্যদিকে, কোভিড টিকাকরণ (Covid Vaccination) অভিযানে শুক্রবার ঐতিহাসিক সাফল্য পেল ভারত। একদিনে ৯০ লক্ষের বেশি টিকা দেওয়া হয়েছে গোটা দেশে। টুইটারে এ কথা ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya)। 

কো-উইন পোর্টালের (CoWIN portal) সর্বশেষ তথ্য বলছে, সারা দেশে এ দিন ৯৩ লক্ষ ৯ হাজার ৫১৬ টিকার ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) টুইট করেছেন,'ঐতিহাসিক। ভারতবাসীকে অভিনন্দন। দেশজুড়ে আজ ৯০ লক্ষের বেশি টিকা দেওয়া হয়েছে। এখনও টিকাদান চলছে।'

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.