Oncolytic Virus: ক্যান্সার নির্মূল করবে এই ভাইরাস, মানুষের উপর করা হল ক্লিনিকাল ট্রায়াল

ক্যান্সার গবেষণা সংস্থা ইমুজিন লিমিটেডের (Imugene Limited) মতে, এই চিকিৎসা ক্যান্সারের বিরুদ্ধে মানুষের প্রতিরোধ ব্যবস্থাকেও সাহায্য করতে পারে। এই সংস্থাটিই ভাইরাস ভ্যাক্সিনিয়া তৈরি করছে। CF33-hNIS VAXINIA এর পুরো নাম।

Updated By: May 25, 2022, 08:43 AM IST
Oncolytic Virus: ক্যান্সার নির্মূল করবে এই ভাইরাস, মানুষের উপর করা হল ক্লিনিকাল ট্রায়াল

নিজস্ব প্রতিবেদন: শরীরের ক্যান্সার কোষগুলিকে মেরে ফেলার লক্ষে নতুন প্রচেষ্টা ডাক্তারদের। মানুষের সরিরে প্রবেশ করান হল এক নতুন ভাইরাস। এই ভাইরাস প্রাণীদের উপর ইতিবাচক ফলাফল দেখিয়েছে বলে জানা গেছে। গবেষণা অনুসারে, এই চিকিৎসাকে বলা হয় অনকোলাইটিক ভাইরাস থেরাপি (Oncolytic Virus Therapy)।

অনকোলাইটিক ভাইরাস (Oncolytic Virus) হল একধরনের ইমিউনোথেরাপি (Immunotherapy)। ক্যান্সার কোষকে সংক্রমিত এবং ধ্বংস করতে এই ভাইরাস ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন ভাইরাস আমাদের কোষগুলিকে সংক্রামিত করে এবং তারপরে প্রতিলিপি তৈরির জন্য কোষের জেনেটিক ব্যবস্থা ব্যবহার করে।

এই নতুন ক্যান্সার বিরোধী ভাইরাস ভ্যাক্সিনিয়া (Vaccinia) নামে পরিচিত। এটি ক্যান্সার কোষগুলিকে মারতে এবং সুস্থ কোষগুলি বাঁচাতে ডিজাইন করা হয়েছে। জানা গেছে এই ট্রায়াল শেষ হতে প্রায় দুই বছর সময় লাগবে। আমেরিকা জুড়ে ১০০ জন ক্যান্সার রোগীর উপর পরীক্ষা করা হবে।

ক্যান্সার গবেষণা সংস্থা ইমুজিন লিমিটেডের (Imugene Limited) মতে, এই চিকিৎসা ক্যান্সারের বিরুদ্ধে মানুষের প্রতিরোধ ব্যবস্থাকেও সাহায্য করতে পারে। এই সংস্থাটিই ভাইরাস ভ্যাক্সিনিয়া তৈরি করছে। CF33-hNIS VAXINIA এর পুরো নাম।

আরও পড়ুন: Tomato Flu: চোখ রাঙাচ্ছে Tomato Flu, শিশুদের এই রোগ নিয়ে আতঙ্কে একাধিক রাজ্য

EurekAlert-এর রিপোর্ট অনুযায়ী, টিউমারের বিরুদ্ধে এই অনকোলাইটিক ভাইরাস থেরাপি ট্রায়ালের প্রথম ধাপ থেকে বিশেষজ্ঞরা আশা করছেন যে এই ভাইরাস ক্যান্সারের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.