করোনার ভ্যাকসিনে কার্যকরী ভূমিকা থাকবে ভারতের! বলছেন মার্কিন বিশেষজ্ঞ

ভ্যাকসিন প্রস্তুতিতে ভারতের কার্যকরী ভূমিকা থাকবে। এমনটাই জানিয়েছেন মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্টনি ফৌসি।

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jul 31, 2020, 01:37 PM IST
করোনার ভ্যাকসিনে কার্যকরী ভূমিকা থাকবে ভারতের! বলছেন মার্কিন বিশেষজ্ঞ
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: গোটা বিশ্বের প্রধান শত্রু এখন কোভিড। করোনা প্রতিষেধক তৈরিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে সব দেশ। তবে ভ্যাকসিন প্রস্তুতিতে ভারতের কার্যকরী ভূমিকা থাকবে। এমনটাই জানিয়েছেন মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্টনি ফৌসি।

মার্কিন জাতীয় অ্যালার্জি ও সংক্রমণ রোগের ইনস্টিটিউটের প্রধান ফৌসি বলেছেন, "ভারতের উৎপাদন ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।" তিনি এ-ও জানিয়েছেন মার্কিন দুই সংস্থা মোডের্না ও ফাইজার ক্লিনিকাল ট্রায়াল চালাচ্ছে। ভারতের গবেষকদের সঙ্গে তাঁরা একসঙ্গে কোভিড যুদ্ধে লড়বেন বলে জানিয়েছেন ফৌসি। ICMR আয়োজিত একটি ওয়েব কনফারেন্সে এমনটাই জানিয়েছেন ফৌসি বলে খবর মিলেছে সংবাদমাধ্যম মারফত।

আরও পড়ুন: ১৫ অগস্টই কি দেশে কোভ্যাকসিন আসবে? ভারতবাসীর স্বাস্থ্য সুরক্ষাই ICMR এর পাখির চোখ

দেশে ভারত বায়োটেকের কোভ্যাকসিন ও জাইডাস ক্য়াডিলার করোনা প্রতিষেধকের ট্রায়াল চলছে। কোভ্যাকসিন নিয়ে আশাবাদী অনেকেই। তবে কবে কার্যকরী প্রতিষেধক মিলবে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এখন ভারতে করোনা আক্রান্তর সংখ্যা ১৬ লক্ষ ছাড়িয়েছে। সারা বিশ্বে আক্রান্তর সংখ্যা ১ কোটি ৭৪ লক্ষের আশেপাশে। শুধু আমেরিকায়ই আক্রান্ত ৪৬ লক্ষ ছাড়িয়েছে।

.