Adeno Virus: অ্যাডিনো আতঙ্ক, বাড়ছে শিশু মৃত্যু; কলকাতায় কেন্দ্রের শিশু সুরক্ষা কমিশন

বিসি রায়ের শিশুটির পরিবার দাবি করেছে অ্যাডিনোয় আক্রান্ত ছিল শিশুটি। এনসিপিসিআর দল বিসি রায় বেলেঘাটা ক্যাম্পাসে এসেছে। তারা ফুলবাগান ক্যাম্পাসেও যাবেন বলে জানা গিয়েছে।

Updated By: Mar 9, 2023, 01:13 PM IST
Adeno Virus: অ্যাডিনো আতঙ্ক, বাড়ছে শিশু মৃত্যু; কলকাতায় কেন্দ্রের শিশু সুরক্ষা কমিশন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিশুমৃত্যুতে বাড়ছে উদ্বেগ। বিসি রায় হাসপাতাল ও কলকাতা মেডিক্যালে আরও দুই শিশুর মৃত্যু। জ্বর, সর্দি, কাশি-নিউমোনিয়া নিয়ে ভর্তি ছিল তারা। পরিস্থিতি খতিয়ে দেখতে বিসি রায় হাসপাতালে এল জাতীয় শিশু সুরক্ষা কমিশন।

দুই শিশুর মৃত্যু শহরের দুই হাসপাতালে। বিসি রায় শিশু হাসপাতালে মৃত্যু ৯মাস ১৪ দিন বয়সের এক শিশুর। রাজারহাটের বাসিন্দা সে। এন আই সিইউতে ভর্তি ছিল। বিগত ২২ দিন ধরে ভর্তি ছিল হাসপাতালে।

প্রথমে শিশুটিকে, বিসি রায়ের বেলেঘাটা ক্যাম্পাস, ভর্তি করা হয়। জ্বর, সর্দি, কাশি নিয়ে এরপর, সেখান থেকে ফুলবাগানের মেন ক্যাম্পাসে স্থানান্তর করা হয়। আই সি ইউ তেই ভর্তি ছিল। বৃহস্পতিবার সকাল ৬টায় মৃত্যু হয়।

আরও পড়ুন: ফের বিসি রায় হাসপাতালে শিশু মৃ্ত্যু,জ্বর ও ফুসফুসের সংক্রমণ ছিল ১০ মাসের শিশুকন্যার

কলকাতা মেডিক্যাল কলেজে, গত ৪ তারিখ থেকে ভর্তি ছিল শিবাংশু পাল। তার বয়স ছিল এক বছর দুই মাস। জানা গিয়েছে শিশুটির বাড়ি ফুলিয়ায়। নিউমোনিয়া, সেপসিস ধরা পরে তার। বুধবার রাত ১০টা নাগাদ মৃত্যু হয় শিশুটির।

বিসি রায়ের শিশুটির পরিবার দাবি করেছে অ্যাডিনোয় আক্রান্ত ছিল শিশুটি। এনসিপিসিআর দল বিসি রায় বেলেঘাটা ক্যাম্পাসে এসেছে। তারা ফুলবাগান ক্যাম্পাসেও যাবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Adeno Virus: অ্যাডিনোর দাপট বাড়ছে, ভাইরাস হানায় আরও ২ শিশুর মৃত্যু

পশ্চিমবঙ্গের শিশু অধিকার কমিশনও যাচ্ছে বিসি রায় হাসপাতালে। তাঁরা জানিয়েছে বিসি রায় হাসপাতাল রাজ্যের শিশু অধিকার কমিশনের আওতায় পরে তাই কেন্দ্রীয় দল এইভাবে সেখানে যেতে পারে না।

বিসি রয় হাসপাতালে প্রিন্সিপালের ঘরে ঢুকেছেন কেন্দ্রীয় দলের রূপালি ব্যানার্জি সিং। এছাড়াও রাজ্যের শিশু অধিকার কমিশনের তরফে এসেছে সুদেষ্ণা রায় এবং অনন্যা চ্যাটার্জি চক্রবর্তী। একই সঙ্গে স্বাস্থ্য ভবন্র মেন্টাল হেলথের একজন এসেছেন এখানে।     

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.