ভারতীয় মহিলাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা

ভারতে ভয়াবহ হারে বাড়ছে স্তন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত ভারতীয় মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সর্বাধিক। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সারে মৃত্যুর সংখ্যা সবথেকে বেশি।

Updated By: May 29, 2015, 02:17 PM IST
 ভারতীয় মহিলাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা

ওয়েব ডেস্ক: ভারতে ভয়াবহ হারে বাড়ছে স্তন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত ভারতীয় মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সর্বাধিক। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সারে মৃত্যুর সংখ্যা সবথেকে বেশি।

জামা (JAMA) অঙ্কোলজি জার্নালে প্রকাশিত 'দ্য গ্লোবাল বার্ডেন অফ ক্যান্সার ২০১৩' অনুযায়ী গত ২৩ বছরে এদেশে লিভার ক্যান্সার ৮৮% বৃদ্ধি পেয়েছে, ইসোফেগাল ক্যান্সার বৃদ্ধি পেয়েছে ৬৪%।

নথি অনুযায়ী ১৯৯০ সালে ৩৪,৯৬২ জন ভারতীয় মহিলা জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়ে ছিলেন। ২০১৩ সালে সেই সংখ্যাটা ৪০ হাজার ৯৮৫। অন্যদিকে, ২০১৩ সালের হিসেব বলছে ওই বছর স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪৭ হাজার ৫৮৭ জন মহিলা মারা গেছেন। এই কয়েক বছরে জরায়ুর ক্যান্সার মাত্র .২% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, স্তন ক্যান্সার ১৬৬% বৃদ্ধি পেয়েছে।

১৯৯০ সালে ৩০ হাজার ১৮৮জন ভারতীয় পুরুষ স্টমাক ক্যান্সারে মারা গিয়ে ছিলেন। ২০১৩ সালে ফুসফুসের ক্যান্সারে মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৩৩৩জনের। এই সময়ের মধ্যে প্রোস্টেট ক্যান্সার ২২০% বৃদ্ধি পেয়েছে।

সারা বিশ্বে যখন তামাক সেবনের প্রবনতা কমছে ভারতে পাল্লা দিয়ে বাড়ছে চেবানো তামাকে সেবন। যার ফলে বাড়ছে মাউথ ক্যান্সার। ১৯৯০ সালে এদেশে মাউথ ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ছিল ৫৫ হাজার ৫০০। ২০১৩ সালের মধ্যে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৭ হাজার, যা পৃথিবীর মধ্যে সর্বাধিক।

 

.