পুরভোটে জোট নিয়ে এখনই সিদ্ধান্ত হয়নি: Adhir; জোট ছাড়ছি না: Surjya Kanta

ষোলোর পথেই কি একুশ? জোট নিয়ে তুঙ্গে জল্পনা। 

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Jun 19, 2021, 11:32 PM IST
পুরভোটে জোট নিয়ে এখনই সিদ্ধান্ত হয়নি: Adhir; জোট ছাড়ছি না: Surjya Kanta

নিজস্ব প্রতিবেদন: 'জোটে আছি, আবার নেই-ও।' সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বাড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। বললেন, ''বিধানসভা ভোটে জোট করে লড়াই করেছি। সামনের পুরনির্বাচনে জোট করে লড়াই করব কিনা, সেই আলোচনা হয়নি। স্বাভাবিকভাবে জোটের ভবিষ্যৎ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলার ক্ষমতা আমার নেই।'' যদিও জোট ধরে রাখতে আগ্রহী সিপিএম (CPM)। ভাঙার দায় এড়াতে চাইছে নারাজ নেতৃত্ব। সূর্যকান্ত (Surjya Kanta Mishra) স্পষ্ট করে দিয়েছেন, তাঁরা জোট ছাড়ছেন না। কেউ নিজের মতো সিদ্ধান্ত নিতেই পারেন। 

 

ষোলোর পথেই কি একুশ? ২০১৬ সালে সমঝোতা হয়েছিল বাম-কংগ্রেসের। কিন্তু ভোটের পর আর একসঙ্গে দেখা যায়নি বাম-কংগ্রেস নেতৃত্বকে। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে জোট হব হব করেও শেষপর্যন্ত হয়ে ওঠেনি। একুশের বিধানসভা নির্বাচনে কয়েক দফায় আলোচনার পর জোট করেছিল বাম ও কংগ্রেস। সেই জোট যোগ দেয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। নাম দেওয়া ছিল 'সংযুক্ত মোর্চা'। এত আলাপের পরেও ব্রিগেড সমাবেশে অধীরের অসন্তোষ বিড়ম্বনায় ফেলেছিল বাম নেতৃত্বকে। আইএসএফের একটি আসন বাদ দিলে, ভোটের ফলে বাম-কংগ্রেস শূন্য। শনিবার জেলার নেতাদের সঙ্গে প্রদেশ নেতৃত্বের পর্যালোচনা বৈঠকে জোটের যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। জেলার নেতাদের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রদেশ নেতৃত্বকে। জোট করে কী লাভ হয়েছে, প্রশ্ন তোলেন একাধিক কংগ্রেস নেতা। তার পর সাংবাদিক বৈঠকে আইএসএফ নিয়ে নিজের আপত্তির কথা গোপন করেননি অধীর (Adhir Chowdhury)। স্পষ্টই করলেন, জোটে আইএসএফ থাকায় প্রশ্নের মুখে পড়েছে সংযুক্ত মোর্চার ভাবমূর্তি। প্রকারান্তরে সিপিএমকেই কাঠগড়ায় তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন,''কংগ্রেসের সর্বস্তরের নেতা-কর্মীদের মতামত নিয়ে জোট করেছি। হয়তো সেই জোট নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। কারণ মাঝখানে আইএসএফ ঢুকে জোটের স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলে দেয়। স্বাভাবিক নতুন করে জোট করতে গেলে সেই সব প্রশ্নের সমাধান দরকার। আমরা জোটে নেই, আছি দুটোর কোনওটাই বলা যাবে না।''
  

জোট নিয়ে প্রশ্ন ওঠে সিপিএমের রাজ্য কমিটির ভার্চুয়াল বৈঠকেও। তবে সিপিএমের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য, দায় চাপানোর বদলে আত্মমন্থন করুন সূর্যকান্ত মিশ্র-বিমান বসুরা। জোট নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের (Surjya Kanta Mishra) বক্তব্য,‘আমরা জোট ছাড়ছি না। কেউ যদি অন্য সিদ্ধান্ত নেন, তাহলে নিতেই পারেন।’

আলিমুদ্দিন সূত্রে খবর, জোট ভাঙার দায় নিজেদের ঘাড়ে নিতে নারাজ সিপিএম। তাই অধীরের বক্তব্য কানে গেলেও সূর্যকান্তের বয়ানেই অনড় দল। গোটা ঘটনা কি আরও একবার বুঝিয়ে দিল, তেলে জলে মেশে না!

আরও পড়ুুন- BJP-র বিরোধিতা করতে গিয়ে TMC-কে গুরুত্ব দিইনি, বঙ্গ নেতাদের বোঝালেন Yechury

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.