বন্ধ হয়ে যাচ্ছে বিবাদী বাগ বাস স্ট্যান্ড, চলবে না লালদিঘির ধারে ট্রামও

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য আপাতত বন্ধ হয়ে যাচ্ছে বিবাদী বাগ বাস স্ট্যান্ড। বন্ধ করে দেওয়া হচ্ছে লালদিঘির ধারে ট্রামও। আগামী পাঁচই জুলাই থেকে বন্ধ হচ্ছে মিনিবাস ও ট্রাম স্ট্যান্ড। আট, নয় এবং দশই জুলাই বন্ধ থাকবে ব্রেবোর্ন রোডও। জানিয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই রুটে, ব্রেবোর্ন রোডে মোট বারোটি বাড়ি পড়ছে। তবে কোনও বাড়িই ভাঙতে হচ্ছে না। কাজের জন্য দুটি বাড়ির বাসিন্দাদের আপাতত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেয়র। পনের দিনের মধ্যে কাজ শেষ করার কথা। তারপর বিবাদী বাগ বাসস্ট্যান্ড আদৌ আর চালু হবে কিনা, এনিয়ে অবশ্য এখনই কিছু জানানো হয়নি। সবদিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মেয়র।   

Updated By: Jun 28, 2017, 06:27 PM IST
বন্ধ হয়ে যাচ্ছে বিবাদী বাগ বাস স্ট্যান্ড, চলবে না লালদিঘির ধারে ট্রামও

ওয়েব ডেস্ক: ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য আপাতত বন্ধ হয়ে যাচ্ছে বিবাদী বাগ বাস স্ট্যান্ড। বন্ধ করে দেওয়া হচ্ছে লালদিঘির ধারে ট্রামও। আগামী পাঁচই জুলাই থেকে বন্ধ হচ্ছে মিনিবাস ও ট্রাম স্ট্যান্ড। আট, নয় এবং দশই জুলাই বন্ধ থাকবে ব্রেবোর্ন রোডও। জানিয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই রুটে, ব্রেবোর্ন রোডে মোট বারোটি বাড়ি পড়ছে। তবে কোনও বাড়িই ভাঙতে হচ্ছে না। কাজের জন্য দুটি বাড়ির বাসিন্দাদের আপাতত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেয়র। পনের দিনের মধ্যে কাজ শেষ করার কথা। তারপর বিবাদী বাগ বাসস্ট্যান্ড আদৌ আর চালু হবে কিনা, এনিয়ে অবশ্য এখনই কিছু জানানো হয়নি। সবদিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মেয়র।   

.