Bratya Basu With Kunal Ghosh: কফি হাউসের সেই আড্ডায় ফিরলেন ব্রাত্য-কুণাল

কেন কুণালকে বই উত্সর্গ? ব্রাত্যর দাবি, বহুমুখী প্রতিভার অধিকারী কুণাল

Updated By: Jul 11, 2022, 09:35 PM IST
Bratya Basu With Kunal Ghosh: কফি হাউসের সেই আড্ডায় ফিরলেন ব্রাত্য-কুণাল

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: কফি হাউসের সেই আড্ডাটা আজও আছে। নিজের বই 'রোল অ্যাকশন কাট এবং অন্যান্য' এর প্রকাশ অনুষ্ঠান শেষে নিখাদ আড্ডায় মাতলেন ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। কফি হাউসের কালো কফিতে চুমুক দিয়ে দু'জনেই যেন ফিরে গেলেন ফেলে আসা দিনগুলিতে।

একজন নাট্য ব্যক্তিত্ব, রাজ্যের মন্ত্রী আবার লেখকও। অন্যজন এক সময়ের বিশিষ্ট সাংবাদিক। বর্তমানে রাজনৈতিক ব্যক্তিত্ব। এখন দুজনেই রাজনৈতিক সহকর্মী। সোমবার নিজের বই প্রকাশ অনুষ্ঠানে কফি হাউস বিল্ডিংয়ে এসেছিলেন ব্রাত্য বসু। বইটি যাঁকে উত্সর্গ করেছেন তিনি হলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনিও ছিলেন অনুষ্ঠানে।

কেন কুণালকে বই উত্সর্গ? ব্রাত্যর দাবি, বহুমুখী প্রতিভার অধিকারী কুণাল। অন্যদিকে, তাঁকে বই উত্সর্গ করায় আপ্লুত কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্র বলেন, ব্রাত্যর মতো কৃতী মানুষ যে বই উত্সর্গ করেছেন সেটা আমার কাছে বিশাল ব্যাপার। 

বইপ্রকাশ অনুষ্ঠান শেষে ব্রাত্য ঢুঁ মারেন কফি হাউসে। সেইসময় কুণালের প্রস্তাব, চলো কফি খাবে নাকি? এক কথায় রাজি শিক্ষামন্ত্রী। প্রেসিডেন্সিতে পড়াকলীন ব্রাত্য আর স্কটিসে পড়ার সময় কুণাল-দু'জনেরই আড্ডার জায়গা ছিল কফি হাউস। বহুদিন পর ফের বসল সেই আড্ডা। স্বভাব গম্ভীরতা ফেলে দুজনেই হাসলেন, আড্ডা দিলেন প্রাণখুলে। 

দু'জনকে একসঙ্গে দেখে কেউ থমকে গেলেন। কেউবা এসে দেখা করলেন, সেল্ফি তুললেন তাঁদের সঙ্গে। কেউ আবার নিজের লেখা বই তুলে দিলেন। আধঘণ্টার আড্ডা শেষে কফির ৪০ টাকা মিটিয়ে বেরিয়ে গেলেন টাকি হাইস্কুলের স্কুলের দুই প্রাক্তনী। দু'জনেই তখন অনেকটাই সজীব।

আরও পড়ুন-দার্জিলিংয়ে এবার মেঘ-কুয়াশায় মোড়া 'ক্যাফে হাউস'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.