রাজ্য মন্ত্রিসভায় রদবদল আসন্ন

সামনের সপ্তাহেই রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের মন্ত্রীরা ইস্তফা দেওয়ার পরই মন্ত্রিসভা রদবদল সম্ভাবনা তৈরি হয়। তার ওপর মালদার প্রভাবশালী নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর কংগ্রেস-ত্যাগের ঘোষণা রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। মালদার কংগ্রেস শিবিরে ধাক্কা দিতেই মন্ত্রী হতে পারেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। মুর্শিদাবাদেও কংগ্রেসকে ধাক্কা দিতে রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহাকে পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে বিশেষজ্ঞ মহলে ধারণা। 

Updated By: Oct 27, 2012, 08:44 PM IST

সামনের সপ্তাহেই রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের মন্ত্রীরা ইস্তফা দেওয়ার পরই মন্ত্রিসভা রদবদল সম্ভাবনা তৈরি হয়। তার ওপর মালদার প্রভাবশালী নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর কংগ্রেস-ত্যাগের ঘোষণা রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। মালদার কংগ্রেস শিবিরে ধাক্কা দিতেই মন্ত্রী হতে পারেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। মুর্শিদাবাদেও কংগ্রেসকে ধাক্কা দিতে রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহাকে পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে বিশেষজ্ঞ মহলে ধারণা। 
তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। এরপর মালদায় তৃণমূলের দলীয় সংগঠনের দায়িত্ব সামলেছেন এই প্রভাবশালী নেতা। তৃণমূল এবং বিজেপির জোটে ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যানও হন তিনি। তবে রাজনৈতিক মতভেদের কারণে ফের তিনি ফিরে যান কংগ্রেসে। আবার তিনি কংগ্রেস ছাড়ার ঘোষণা করেছেন। পঞ্চায়েত ভোটের আগে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দলত্যাগ কংগ্রেসের সাংগঠনিক ক্ষেত্রে অনেকটাই প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক মহলে খবর, তৃণমূল কংগ্রেসেই আবার যোগ দিতে চলেছেন তিনি। তৃণমূল নেতৃত্বও পঞ্চায়েত ভোটের আগে মালদায় কংগ্রেসের দুর্ভেদ্য ঘাঁটিতে আঘাত আনতে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ব্যবহার করতে চান। গণি-পরিবারের বিকল্প হিসেবে প্রভাবশালী এই নেতার নেতৃত্বকেই তুলে ধরতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সে জন্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে রাজ্য মন্ত্রিসভায় আনার উদ্যোগ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলে জোর জল্পনা, পূর্ণমন্ত্রীর দায়িত্বও দেওয়া হতে পারে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। অন্যদিকে কংগ্রেসের আরও এক শক্ত ঘাঁটি মুর্শিদাবাদেও জোরালো আঘাত আনতে তৈরি তৃণমূল কংগ্রেস শিবির। ইতিমধ্যেই সুব্রত সাহার নেতৃত্বে মুর্শিদাবাদে অনেকটাই মজবুত হয়েছে তৃণমূলের সংগঠন। এবার  তার পুরস্কার হিসেবে পূর্ত দফতরের রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহাকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। কংগ্রেসের দুই পূর্ণমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করার পর, সেখানে কাদের মন্ত্রী করা হবে তা নিয়ে শুরু হয় জল্পনা। বিশেষজ্ঞ মহলের মতে, জেলায় মন্ত্রী থাকলে সংগঠন বিস্তারে সুবিধা হবে, এ কথা মাথায় রেখেই পঞ্চায়েত ভোটের আগে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী এবং সুব্রত সাহাকে মন্ত্রী করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
 
   

.