সারদাকাণ্ড: এবার শতাব্দী রায়কে তলব সিবিআইয়ের

সারদাকাণ্ডে নোটিস পাঠিয়ে এবার শতাব্দী রায়কে তলব করল সিবিআই। আগামী এক সপ্তাহের মধ্যে তাঁকে  সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। বিভিন্ন নথি থেকে গোয়েন্দারা জানতে পেরেছেন, সারদার অ্যাকাউন্ট থেকে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের কাছে টাকা পৌছেছে।

Updated By: Jan 19, 2016, 03:33 PM IST
সারদাকাণ্ড: এবার শতাব্দী রায়কে তলব সিবিআইয়ের

ওয়েব ডেস্ক: সারদাকাণ্ডে নোটিস পাঠিয়ে এবার শতাব্দী রায়কে তলব করল সিবিআই। আগামী এক সপ্তাহের মধ্যে তাঁকে  সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। বিভিন্ন নথি থেকে গোয়েন্দারা জানতে পেরেছেন, সারদার অ্যাকাউন্ট থেকে তৃণমূল সাংসদের কাছে টাকা পৌছেছে।

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে বাজার থেকে সারদার  টাকা তুলতে শতাব্দীর কোনও ভূমিকা ছিল কিনা তা জানতে চান গোয়েন্দারা। টাকা লেনদেনে কোন কোন প্রভাবশালীর কথা জানেন কিনা শতাব্দী তাও জিজ্ঞাসা  সিবিআইয়ের। শতাব্দী রায় অবশ্য এই নোটিসের কথা অস্বীকার করেছেন।

শঙ্কুদেব পণ্ডাকে জেরার সময়ই খবরে প্রকাশিত হয়েছিল সারদা কাণ্ডে এবার তলব করা হতে পারে তৃণমূলের কিছু সাংসদ-বিধায়ককে।

.