১৯ মার্চ থেকে লাগু হচ্ছে নির্বাচনী আচরণবিধি

১৯ শে মার্চ থেকে চালু হয়ে যাচ্ছে নির্বাচনে খরচের আচরণবিধি। ওই দিন সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থী, দলীয় নেতা বা ব্যবসায়ীদের ভোটের কাজে টাকা ঢালার ব্যাপারে বিধিনিষেধ জারি করতে চলেছে নির্বাচন কমিশন। আয়কর দফতর এই ব্যাপারে কমিশনকে সরাসরি রিপোর্ট দেবে। কলকাতা আয়কর দফতরের ডিরেক্টর জেনারেল গোপাল মুখার্জি বুধবার একথা জানান।

Updated By: Mar 12, 2014, 11:47 PM IST

১৯ শে মার্চ থেকে চালু হয়ে যাচ্ছে নির্বাচনে খরচের আচরণবিধি। ওই দিন সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থী, দলীয় নেতা বা ব্যবসায়ীদের ভোটের কাজে টাকা ঢালার ব্যাপারে বিধিনিষেধ জারি করতে চলেছে নির্বাচন কমিশন। আয়কর দফতর এই ব্যাপারে কমিশনকে সরাসরি রিপোর্ট দেবে। কলকাতা আয়কর দফতরের ডিরেক্টর জেনারেল গোপাল মুখার্জি বুধবার একথা জানান।

ইতিমধ্যেই বিমানবন্দর, রেলস্টেশন,বাসটার্মিনাসগুলিতে নজরদারি শুরু হয়েছে। কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকার বেশি তোলা হলে, তার দিকেও নজরদারি থাকছে আয়কর বিভাগের। কলকাতা সহ পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য মোট ৪৩ জন আধিকারিক, ৬২ জন পর্যবেক্ষক, ৬ জন ডেপুটি ডিরেক্টর, ২০ জন ইন্সপেক্টর এবং একজন নোডাল অফিসার রাখা হচ্ছে। থাকছে ৩টি সর্বক্ষণের হেল্পলাইন ও কন্ট্রোলরুম। .

.