পঞ্চায়েত নির্বাচনের শক্তি মাপতে সিপিআইএমের ৩ দিনের বৈঠক

পঞ্চায়েতের আগে জেলায় জেলায় দলের সংগঠন কী অবস্থায় রয়েছে, তা বুঝে নিতে, শুক্রবার থেকে শুরু হল সিপিআইএমের ৩ দিনের বৈঠক। এদিন বৈঠকে বসেছে দলের রাজ্য কমিটি। শনি ও রবিবার বৈঠক হবে বর্ধিত রাজ্য কমিটির। বৈঠকে উপস্থিত রয়েছেন প্রকাশ কারাট সহ সিপিআইএমের কেন্দ্রীয় নেতারা।   

Updated By: Sep 14, 2012, 08:11 PM IST

পঞ্চায়েতের আগে জেলায় জেলায় দলের সংগঠন কী অবস্থায় রয়েছে, তা বুঝে নিতে, শুক্রবার থেকে শুরু হল সিপিআইএমের ৩ দিনের বৈঠক। এদিন বৈঠকে বসেছে দলের রাজ্য কমিটি। শনি ও রবিবার বৈঠক হবে বর্ধিত রাজ্য কমিটির। বৈঠকে উপস্থিত রয়েছেন প্রকাশ কারাট সহ সিপিআইএমের কেন্দ্রীয় নেতারা।
  
বেশ কিছুদিন ধরেই রাজ্য জুড়ে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ করছে সিপিআইএম। দলের শীর্ষ নেতাদের মূল্যায়ন, পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস মোকাবিলাই তাঁদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর তাই পঞ্চায়েত নির্বাচনের কৌশল ঠিক করার আগে তৃণমূল স্তর পর্যন্ত দলীয় সংগঠন কী অবস্থায় রয়েছে, তা বুঝে নেওয়া জরুরি বলে মনে করছেন সিপিআইএম নেতারা।
প্রতিটি জেলায় দলের সম্পাদকদের সংগঠনিক অবস্থার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে আলিমুদ্দিন। সেই রিপোর্ট নিয়েই তিন দিনের ম্যারাথন বৈঠকে আলোচনা হবে। রাজ্যের প্রধান বিরোধী দল মনে করছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে, পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রতিটি জেলায় আলাদা আলাদা পরিকল্পনা প্রয়োজন। জেলা কমিটিগুলির কাছে কর্মী বাহিনীর অবস্থা নিয়েও রিপোর্ট চাওয়া হয়েছে। একেবারে বুথ স্তর পর্যন্ত সক্রিয়, কম সক্রিয় ও নিষ্ক্রিয় কর্মীদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক সন্ত্রাসকেই নিজেদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছে সিপিআইএম। এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সাংগনিক প্রস্তুতি নিতে শুরু করেছেন তাঁরা।  
কোন জেলায় সন্ত্রাস কবলিত এলাকার সংখ্যা কত, সেইসব জায়গায় কারা প্রার্থী হতে পারেন, তা নিয়েও বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে জেলা কমিটি গুলিকে।
 
তিন দিনের এই ম্যারাথন বৈঠককে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিপিআইএম কেন্দ্রীয় নেতৃত্ব। দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত, বুদ্ধদেব ভট্টাচার্য উপস্থিত রয়েছেন বৈঠকে।
 

.