রোজভ্যালির ৬ কোটি টাকা মূল্যের গাড়ি বিক্রির অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ ইডি

ইডির অভিযোগ, রোজভ্যালি গ্রুপের বহু হোটেল বেআইনিভাবে সাব লিজের নামে হস্তান্তর হয়ে যাচ্ছে।

Reported By: বিক্রম দাস | Updated By: Nov 23, 2020, 03:19 PM IST
রোজভ্যালির ৬ কোটি টাকা মূল্যের গাড়ি বিক্রির অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ ইডি

নিজস্ব প্রতিবেদন : রোজভ্যালির সমস্ত দামী গাড়ি বিক্রি করতে চায় ইডি। এই মর্মে আজ স্পেশাল কোর্টে পিটিশন দাখিল করল ইডি।

পিটিশনে ইডি আবেদন জানিয়েছে, রোজভ্যালির সমস্ত দামী গাড়ির মোট মূল্যের পরিমাণ প্রায় ৬ কোটি টাকা। এই সমস্ত দামী গাড়িগুলি তারা বিক্রি করতে চায়। পাশাপাশি, রোজভ্যালি গ্রুপের বিভিন্ন হোটেল নিয়েও তদন্তের দাবি জানিয়েছে ইডি। 

আরও পড়ুন, জুন পর্যন্ত বিনে পয়সায় চাল, ব্লকে ব্লকে 'দুয়ারে দুয়ারে সরকার'-এর সূচনা মুখ্যমন্ত্রীর

ইডির অভিযোগ, রোজভ্যালি গ্রুপের বহু হোটেল বেআইনিভাবে সাব লিজের নামে হস্তান্তর হয়ে যাচ্ছে। এই বিষয়টি দ্রুত আটকানোর জন্য স্পেশাল কোর্টের কাছে আবেদন জানিয়েছে ইডি। পাশাপাশি কীভাবে এই হোটেলগুলি হস্তান্তর হচ্ছে? কারা হস্তান্তর করছে? কে নিচ্ছে? পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ইডি।

আরও পড়ন, 'গরুপাচার থেকে কয়লা কাণ্ড', রাজ্যের আমলাদের নিশানা করে টুইট বোমা রাজ্যপালের

Tags:
.