সরকারের চিঠিতে অখুশি কমিশন

পঞ্চায়েত ভোটে নিরাপত্তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে ফের চিঠি দিল সরকার। তবে সরকারের এই চিঠিতেও সন্তুষ্ট হতে পারল না রাজ্য নির্বাচন কমিশন। কমিশন মনে করছে, সরকারের এই চিঠি অসম্পূর্ণ। গোটা বিষয় নিয়ে আগামিকাল কোর্টে যাওয়ার প্রস্তুতি চূড়ান্ত কমিশনের।

Updated By: Jun 2, 2013, 10:32 PM IST

পঞ্চায়েত ভোটে নিরাপত্তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে ফের চিঠি দিল সরকার। তবে সরকারের এই চিঠিতেও সন্তুষ্ট হতে পারল না রাজ্য নির্বাচন কমিশন। কমিশন মনে করছে, সরকারের এই চিঠি অসম্পূর্ণ। গোটা বিষয় নিয়ে আগামিকাল কোর্টে যাওয়ার প্রস্তুতি চূড়ান্ত কমিশনের।
নিরাপত্তা নিয়ে রাজ্যের প্রথম চিঠিতেই অসন্তোষ প্রকাশ করে সরকারকে চিঠি দেয় কমিশন। এরপরই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাঁরা কতদূর এগিয়েছে গতকাল তা চিঠি দিয়ে কমিশনকে জানানো হয় সরকারের তরফে। যদিও কমিশন মনে করছে সরকারের দেওয়া তথ্য অসম্পূর্ণ। এ দিকে মনোনয়ন জমাকে কেন্দ্র করে প্রার্থীদের হেনস্থা আটকাতে রাজ্যের আরও ২৪টি ব্লকে মহকুমাশাসকের দফতরে মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আগেও ৩৫টি ব্লকের জন্য একই নির্দেশ জারি করেছিল কমিশন। বিডিও অফিসের সামনে জমায়েত বন্ধ করার জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছে কমিশন।

.