বিধানসভা নির্বাচনের 'রেকর্ড ভেঙে' ১০ দিনে উদ্ধার ৬ কোটি টাকা! উদ্বেগে কমিশন

উদ্ধার হওয়া ৬ কোটি টাকার মধ্যে ২ কোটি টাকা উদ্ধার হয়েছে কলকাতা থেকেই।

Updated By: Mar 22, 2019, 08:03 PM IST
বিধানসভা নির্বাচনের 'রেকর্ড ভেঙে' ১০ দিনে উদ্ধার ৬ কোটি টাকা! উদ্বেগে কমিশন

নিজস্ব প্রতিবেদন : ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক বেআইনি টাকা উদ্ধারের ঘটনায় চিন্তার ভাঁজ কমিশনের কপালে। বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা। কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গা থেকে মাত্র ১০ দিনে উদ্ধার হয়েছে প্রায় ৬ কোটি টাকা। কমিশন জানাচ্ছে, গত বিধানসভা নির্বাচনের সময়ে দেড় মাসে উদ্ধার হয়েছিল ৮ কোটির বেশি কিছু টাকা। এবার মাত্র ১০ দিনেই ৬ কোটি টাকা উদ্ধার হওয়ায় সিঁদুরে মেঘ দেখছে কমিশন।

এক নজরে দেখে নেওয়া যাক কোন দফতর কত টাকা উদ্ধার করল?

-৫ কোটি ১৯ লক্ষ ৫৬ হাজার টাকা উদ্ধার হয়েছে ইনকাম ট্যাক্স দফতর মারফত।
-পুলিস উদ্ধার করেছে ৭০ লক্ষ টাকা। সেইসঙ্গে ৯০টি অস্ত্র উদ্ধার হয়েছে।
- বিভিন্ন জেলা থেকে উদ্ধার হয়েছে ৬৮টি বোমা। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক। ১৮ হাজার ২০০ কেজি জিলেটিন স্টিক, ১৬ হাজার ৩০৩ কেজি নাইট্রেট পাউডার উদ্ধার হয়েছে।

আরও পড়ুন, তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে রবীন্দ্রনাথ ঘোষকেও এবার শোকজ কমিশনের

কমিশনের এক কর্তা জানিয়েছেন, কোনও সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে প্রচুর টাকা উদ্ধার হলে ওই ব্যক্তির কাছে টাকার সোর্স কী জানতে চাওয়া হয়। উদ্ধার হওয়া ৬ কোটি টাকার মধ্যে ২ কোটি টাকা উদ্ধার হয়েছে কলকাতা থেকেই। গত এক মাসে ১১ লাখ, ১৩ লাখ, ৮৭ লাখ, ৩০ লাখ ও ৬০ লাখ করে মোট ৫ বার নগদ উদ্ধার হয়েছে কলকাতা থেকে।

.