বিরোধী জোটে Mamata-কে মুখ না করলে Modi-কে সরানো যাবে না, বাম-কংগ্রেসকে Firhad

বিরোধী শক্তি হিসেবে বামেদেরই দেখতে চান তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। 

Updated By: Oct 3, 2021, 06:08 PM IST
বিরোধী জোটে Mamata-কে মুখ না করলে Modi-কে সরানো যাবে না, বাম-কংগ্রেসকে Firhad

নিজস্ব প্রতিবেদন: ভবানীপুর জয়ের পর ভারত জয়ের লক্ষ্য তৃণমূলের। ২০২৪-র লড়াইয়ের আগে বিরাট ব্যবধানে মমতার জয়ে উজ্জীবিত ঘাসফুল শিবির। 'মোদীশাহসুরমর্দিনী' দেখিয়ে মমতার নামে ব্যানারও ছেয়েছে শহরে। মোদীর বিরুদ্ধে মমতাকেই মুখ হিসেবে তুলে ধরছে তৃণমূল নেতৃত্ব। ভবানীপুরে জয়ের পরই ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন,''বিজেপি বিরোধী সব শক্তিকে এক জায়গায় আসতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে লড়াই না হলে মোদীকে সরানো যাবে না।'' 

কংগ্রেস কেন বিরোধী জোটের নেতৃত্বে থাকবে না? ফিরহাদের (Firhad Hakim) ব্যাখ্যা,''বিজেপি বিরোধী মুখ হিসেবে মমতাকেই চান ভারতের মানুষ। কংগ্রেস সেটা বোঝার চেষ্টা করছে না। কংগ্রেস তার শক্তি হারিয়েছে। সিপিএমের সঙ্গে সমঝোতা করেছে। সংগঠন ধরে রাখতে পারেনি। পঞ্জাবেও কাউকে সরিয়ে দিচ্ছে, কাউকে আনছে। সিপিএমের মতো অপ্রাসঙ্গিক  হয়ে যাবে। সেটা আমরাও চাই না। আমরা চাই বিজেপির বিরুদ্ধে সব শক্তি এক সঙ্গে থাক।''

বাংলায় কংগ্রেস ও সিপিএমের রক্তক্ষরণ অব্যাহত। তাদের কৌশলেই ভুল রয়েছে বলে দাবি করলেন ফিরহাদ। তাঁর কথায়,''মোদীর বিরুদ্ধে অলআউট লড়ছেন মমতা। তাঁর পাশে না দাঁড়িয়ে মোদীভাই-দিদিভাই প্রচার করছে ওরা। মানুষ কি বোকা? ভুল প্রচার মানুষ বুঝতে পারছে। তাই ওরা অস্তিত্বহীন হয়ে যাচ্ছে।'' বিরোধী শক্তি হিসেবে বামেদেরই দেখতে চান তৃণমূল নেতা। তাঁর বক্তব্য,''আমি মন থেকে চাই আমাদের বিরোধী হোক সিপিএম বা বাম। বিরোধী শক্তি হিসেবে নিঃস্ব হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখের।''    

আরও পড়ুন- 'মোদীশাহসুরমর্দিনী' Mamata, ভবানীপুর জিততেই একুশের শরতে ২৪-র আগমনী সুর TMC-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.