পরিবহণ ব্যবস্থায় এগিয়ে রাজ্য

পরিসংখ্যানের নিরিখে পরিবহণ ব্যবস্থায় এগিয়ে রাজ্য। বাস পরিষেবার পাশাপাশি চালু হয়েছে নতুন বাস রুটও। ২০০৭ থেকে ২০১১য় যা ছিল ৭৩০টি, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৭। কলকাতার রাস্তায় এখন চলে প্রায় ১৫০০টি এসি বাস। আরও বাস নামনোর চিন্তা রয়েছে সরকারের। ট্যাক্সি ড্রাইভারদের প্রত্যাখানে নাজেহাল হতে হতো যাত্রীদের। তাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে রাস্তায় নেমেছে কয়েক হাজার নো রিফিউজাল ট্যাক্সি। বাস পরিষেবার সঙ্গে রাজ্য পেয়ছে হেলিকপ্টার পরিষেবা। নতুন বিমানবন্দরের নতুন পালকও যুক্ত হয়েছে রাজ্যের মুকুটে। বাগডোগরা বিমানবন্দরে যাতে রাতেও বিমান নামানো যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে।

Updated By: Feb 21, 2016, 04:16 PM IST
পরিবহণ ব্যবস্থায় এগিয়ে রাজ্য

ওয়েব ডেস্ক: পরিসংখ্যানের নিরিখে পরিবহণ ব্যবস্থায় এগিয়ে রাজ্য। বাস পরিষেবার পাশাপাশি চালু হয়েছে নতুন বাস রুটও। ২০০৭ থেকে ২০১১য় যা ছিল ৭৩০টি, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৭। কলকাতার রাস্তায় এখন চলে প্রায় ১৫০০টি এসি বাস। আরও বাস নামনোর চিন্তা রয়েছে সরকারের। ট্যাক্সি ড্রাইভারদের প্রত্যাখানে নাজেহাল হতে হতো যাত্রীদের। তাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে রাস্তায় নেমেছে কয়েক হাজার নো রিফিউজাল ট্যাক্সি। বাস পরিষেবার সঙ্গে রাজ্য পেয়ছে হেলিকপ্টার পরিষেবা। নতুন বিমানবন্দরের নতুন পালকও যুক্ত হয়েছে রাজ্যের মুকুটে। বাগডোগরা বিমানবন্দরে যাতে রাতেও বিমান নামানো যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে।

 

.