পূর্নমর্যাদায় বিদায় জানানো হয় বায়ুসেনা জওয়ানকে

রেড রোডে সেনা মহড়ায় বেপরোয়া বাইরের গাড়ি।  কাল এয়ারম্যানকে অভিমন্যু গওড়কে পিষে দিয়ে গাড়ি ফেলে চম্পট  দেয় তৃণমূল নেতার ছেলে আম্বিয়া সোহরাব। তড়িঘড়ি সুরাটের বছর একুশের ওই এয়ারম্যানকে আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় অভিমন্যুর।  আজ ভোর সাড়ে পাঁচটায় কমান্ড হাসপাতাল থেকেই পূর্নমর্যাদায় বিদায় জানানো হয় বায়ুসেনা জওয়ানকে। উপস্থিত ছিলেন মৃতের বাবা এবং দাদাও। গার্ড অব অনারের  পরে বায়ুসেনার বিশেষ বিমানে সকালেই সুরাটে নিয়ে যাওয়া হয় মরদেহ। যদিও এখনও রয়েছে শোকের ছায়া। জওয়ানের মৃত্যু কেন এভাবে হবে? উঠছে প্রশ্ন।

Updated By: Jan 14, 2016, 09:55 AM IST
পূর্নমর্যাদায় বিদায় জানানো হয় বায়ুসেনা জওয়ানকে

ওয়েব ডেস্ক: রেড রোডে সেনা মহড়ায় বেপরোয়া বাইরের গাড়ি।  কাল এয়ারম্যানকে অভিমন্যু গওড়কে পিষে দিয়ে গাড়ি ফেলে চম্পট  দেয় তৃণমূল নেতার ছেলে আম্বিয়া সোহরাব। তড়িঘড়ি সুরাটের বছর একুশের ওই এয়ারম্যানকে আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় অভিমন্যুর।  আজ ভোর সাড়ে পাঁচটায় কমান্ড হাসপাতাল থেকেই পূর্নমর্যাদায় বিদায় জানানো হয় বায়ুসেনা জওয়ানকে। উপস্থিত ছিলেন মৃতের বাবা এবং দাদাও। গার্ড অব অনারের  পরে বায়ুসেনার বিশেষ বিমানে সকালেই সুরাটে নিয়ে যাওয়া হয় মরদেহ। যদিও এখনও রয়েছে শোকের ছায়া। জওয়ানের মৃত্যু কেন এভাবে হবে? উঠছে প্রশ্ন।

.