লালবাজার অনুমতি না দিলে করা যাবে না সভা

কোনও থানা নয়, শুধুমাত্র লালবাজারের অনুমোদন থাকলেই সভা বা মিছিল করতে পারবে গণসংগঠনগুলি। শনিবার এই মর্মে নির্দেশিকা জারি করল কলকাতা পুলিস। গণসংগঠনগুলিকে লক্ষ্য করে মৌখিক এই নির্দেশ জারি করা হলেও, সব সংগঠনের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে লালবাজার।

Updated By: Apr 21, 2012, 08:54 PM IST

কোনও থানা নয়, শুধুমাত্র লালবাজারের অনুমোদন থাকলেই সভা বা মিছিল করতে পারবে গণসংগঠনগুলি। শনিবার এই মর্মে নির্দেশিকা জারি করল কলকাতা পুলিস। গণসংগঠনগুলিকে লক্ষ্য করে মৌখিক এই নির্দেশ জারি করা হলেও, সব সংগঠনের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে লালবাজার। 
মিছিল বা সভা করার ক্ষেত্রে আগে স্থানীয় থানায় আবেদন করতে হত। স্থানীয় থানা সেই আবেদন গ্রহণ করলে বা কোনও আপত্তি না তুললে ধরে নেওয়া হত, ওই মিছিল বা সভার ক্ষেত্রে পুলিসের কোনও আপত্তি নেই। কিন্তু এখন থেকে সে নিয়মে রদবদল করল কলকাতা পুলিস। কলকাতার প্রত্যেকটি থানায় মৌখিকভাবে নির্দেশ পাঠানো হয়েছে, কোনও গণসংগঠন মিছিল বা সভা করতে চাইলে, সেই সভার অনুমোদন দেবে কলকাতা পুলিসের সদর দফতর অর্থাত্ লালবাজার।
সম্প্রতি গোয়েন্দা রিপোর্টে জানা গেছে, রাজ্যের বেশ কিছু মানবাধিকার এবং গণসংগঠনের তরফে মাওবাদীদের সাহায্য করা হয়েছে। এরপরই এই মৌখিক নির্দেশ প্রত্যেকটি থানায় জানিয়ে দেওয়া হয়েছে। কিছু দিন আগে, হাজরা মোড়ে এপিডিআর সহ অন্য সংগঠনের মিছিল আটকে দেয় পুলিস। কলেজ স্কোয়ার থেকে আটকে দেওয়া হয় বুদ্ধিজীবী মঞ্চের মিছিলও। কয়েক মাস আগে ধর্মতলার মেট্রো চ্যানেলে স্থানীয় থানা এপিডিআরকে সভা করার ক্ষেত্রে আপত্তি না জানালেও তাতে অনুমোদন ছিল না লালবাজারের। সে জন্য সেই সভার অনুমোদন দেওয়া হয়নি। তবে কলকাতা পুলিসের এই নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
 

.