মুখ্যমন্ত্রী মমতায় 'হতাশ' মদন অনুগামীরা
আইনি গেরোয় ভবানীপুরের হোটেলে আটকে মদন মিত্র। হোটেল থেকেই সিঙ্গুরে চোখ রেখেছিলেন মমতার সিঙ্গুর আন্দোলনের সঙ্গী রাজ্যের প্রাক্তন মন্ত্রী। কিন্তু সিঙ্গুরের মঞ্চ থেকে একবারের জন্যও মদন মিত্রের নাম মুখে আনেননি মমতা। এতে স্বভাবতই কিছুটা হতাশ তাঁর অনুগীমারা। কামারহাটি থেকে মদন অনুগামীরা বলছেন, "দাদা এলে আরও ভাল হত।"
![মুখ্যমন্ত্রী মমতায় 'হতাশ' মদন অনুগামীরা মুখ্যমন্ত্রী মমতায় 'হতাশ' মদন অনুগামীরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/15/65976-madan-mitra650x40071461607424.jpg)
ওয়েব ডেস্ক : আইনি গেরোয় ভবানীপুরের হোটেলে আটকে মদন মিত্র। হোটেল থেকেই সিঙ্গুরে চোখ রেখেছিলেন মমতার সিঙ্গুর আন্দোলনের সঙ্গী রাজ্যের প্রাক্তন মন্ত্রী। কিন্তু সিঙ্গুরের মঞ্চ থেকে একবারের জন্যও মদন মিত্রের নাম মুখে আনেননি মমতা। এতে স্বভাবতই কিছুটা হতাশ তাঁর অনুগীমারা। কামারহাটি থেকে মদন অনুগামীরা বলছেন, "দাদা এলে আরও ভাল হত।"
অন্যদিকে আজ সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা মদন মিত্রর। আর এই হাজিরা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। কোর্টের রায়ে বলা হয়েছে, জামিনে মুক্ত মদন ভবানীপুর থানা এলাকার বাইরে যেতে পারবেন না। এদিকে সিবিআই আধিকারিকরা রয়েছেন বিধাননগরে CGO কমপ্লেক্সে। তা হলে উপায়? কীভাবে সিবিআইয়ের কাছে হাজিরা দেবেন তিনি? বিষয়টি নিয়ে আদালতে যাচ্ছেন মদন মিত্রর আইনজীবীরা।