বাস ধর্মঘটে যোগ দিলে পারমিট বাতিলের নির্দেশ মদনের

১৯ এবং ২০ সেপ্টেম্বরের বাস ধর্মঘট আটকাতে আরও কড়া হচ্ছে রাজ্য সরকার। শনিবার পরিবহণ মন্ত্রী মদন মিত্র বলেন, ধর্মঘটে যোগ দিলে বাতিল করা হবে বাসের পারমিট। একইসঙ্গে তিনি জানান, ধর্মঘটে রাস্তায় বাস নামিয়ে কোনও ক্ষতি হলে ক্ষতিপূরণ দেবে বিমা সংস্থা।

Updated By: Sep 14, 2013, 11:43 PM IST

১৯ এবং ২০ সেপ্টেম্বরের বাস ধর্মঘট আটকাতে আরও কড়া হচ্ছে রাজ্য সরকার। শনিবার পরিবহণ মন্ত্রী মদন মিত্র বলেন, ধর্মঘটে যোগ দিলে বাতিল করা হবে বাসের পারমিট। একইসঙ্গে তিনি জানান, ধর্মঘটে রাস্তায় বাস নামিয়ে কোনও ক্ষতি হলে ক্ষতিপূরণ দেবে বিমা সংস্থা।
বাস ধর্মঘট আটকাতে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। শনিবার চারটি বিমা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পরিবহণ মন্ত্রী। সংস্থাগুলির কাছে তিনি আর্জি জানান, ধর্মঘটের দিন বাসের ক্ষতি হলে বাসমালিকেরা যাতে ক্ষতিপূরণ পান সেই ব্যবস্থা করার জন্য। ৪ টি বিমা সংস্থার প্রতিনিধিরাই আবেদনে সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী। সোমবারই ধর্মঘটীদের চিঠি লিখে ক্ষতিপূরণের বিষয়টি বাস মালিকদের জানিয়ে দেবে পরিবহণ দফতর। এই আশ্বাসের পরেও বাসমালিকেরা ধর্মঘটে অংশ নিলে পারমিট বাতিল করে অন্যদের দিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র।
১‍৯ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছেন লাক্সারি ট্যাক্সির মালিকেরা। বনধ প্রত্যাহার করা না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী।

.