অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধনের ফলেই দাম বেড়েছে জিনিসপত্রের; মোদীকে চিঠি মমতার

অচিরেই খাদ্যশস্য, ডাল ও তৈলবীজের দাম কমানো হোক

Updated By: Nov 9, 2020, 05:09 PM IST
অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধনের ফলেই দাম বেড়েছে জিনিসপত্রের; মোদীকে চিঠি মমতার

নিজস্ব প্রতিবেদন: অত্যাবশ্যকীয় পণ্য আইন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে জিনিসপত্রের দাম কমানো নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানালেন তিনি।

তবে আর্জির পাশাপাশি এ-ও বললেন যে, সাধারণ মানুষের সমস্যায় মুখ বুজে বসে থাকবে না রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন, অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধনের ফলেই চাল-ডাল-তেল ও আলু-পিঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। অবিলম্বে এর একটা সুরাহা হওয়া প্রয়োজন।

অনেক অসাধু ব্যবসায়ীই বেশি লাভের লোভে বেশি করে আলু-পিঁয়াজ  মজুত করে কৃত্রিম অভাব তৈরি করছেন এবং মাল বেশি দামে ছাড়ছেন বলেও অভিযোগ তুলেছেন মমতা। তিনি এ-ও মনে করিয়ে দিয়েছেন, অথচ নতুন আইনের ফলে কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণের ব্যাপারে রাজ্য সরকারের আর কোনও ভূমিকাই থাকল না। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সরকার যেন আলু-পিঁয়াজের সরবরাহ যথেষ্ট মসৃণ রাখে।

আরও পড়ুন: বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটা করেছি, তৃণমূলে আর ফিরব না: মিহির গোস্বামী

.