সেনার রক্ত নিয়ে রাজনীতি করছেন মোদী, তোপ সোমেন মিত্রর

তাঁর দাবি, মোদী নিজের ঢাক নিজেই পেটান।  মোদির শাসনে সবচাইতে বেশী আমাদের সেনা হত্যা হয়েছে।

Updated By: Apr 3, 2019, 10:26 PM IST
সেনার রক্ত নিয়ে রাজনীতি করছেন মোদী, তোপ সোমেন মিত্রর

নিজস্ব প্রতিবেদন: কড়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁর অভিযোগ, সেনার রক্ত নিয়ে আগে কোনও প্রধানমন্ত্রী এভাবে রাজনীতি করেননি।

প্রসঙ্গত, সার্জিক্যাল স্ট্রাইক-এয়ার স্ট্রাইক, মোদীর সাহসী নেতৃত্বের জন্যই সম্ভব হয়েছে বলে বিজেপির একাংশ প্রচার করছে। লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে প্রধানমন্ত্রী মোদীও সন্ত্রাসবাদ দমনে তাঁর সরকারের সাহসের কথা বলছেন। সেনার প্রকৃত সম্মান বিজেপিই একমাত্র করতে পারে বলে দাবি করছেন।

এদিন সেই বক্তব্যেরই কার্যত পাল্টা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁর দাবি, মোদী নিজের ঢাক নিজেই পেটান।  মোদির শাসনে সবচাইতে বেশী আমাদের সেনা হত্যা হয়েছে।

আরও পড়ুন: কংগ্রেসের জেতা আসনে প্রার্থী দিয়েও জোটের বার্তা মরিয়া বামেদের

এই প্রসঙ্গে সোমেন মিত্র টেনে এনেছেন ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের কথা। সেই সময় দেশে কংগ্রেসের সরকার। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই যুদ্ধে পাকিস্তান ভারতের কাছে পর্যদুস্ত হয়েছিল। তৈরি হয়েছিল নতুন রাষ্ট্র বাংলাদেশ।

যুদ্ধ জয়ের জন্য সংসদে দাঁড়িয়ে তত্কালীন বিরোধী দলনেতা অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূয়সী প্রশংসা করেছিলেন। সেই প্রসঙ্গ টেনেই প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘কংগ্রেস নিজের ঢাক নিজে পেটায় না। ১৯৭১ সালে পাকিস্তানকে দু’টুকরো করার পরে অটলবিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধীকে সংসদে দাঁড়িয়ে মা দুর্গা বলে ডেকে ছিলেন।’’

আরও পড়ুন: বামেদের ৫টি আসন ছেড়ে কংগ্রেস সৌজন্য দেখাল না তাচ্ছিল্য? 

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওমায়া আত্মঘাতী জঙ্গি হামলা হয়। ওই হামলায় প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন। তার পাল্টা হিসেবে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেওয়া হয় জইশ-ই-মহম্মদের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটি।

ওই হামলা নিয়ে দেশজুড়ে বিতর্ক হয়েছে। বালাকোটে জঙ্গি নিধনের প্রমাণ দেখানোর দাবি তুলেছেন বিরোধীরা। তাই নরেন্দ্র মোদী ও বিজেপির অন্য নেতারা বিরোধীদের পাকিস্তানের বন্ধু বলে কটাক্ষ করছেন।

আরও পড়ুন: প্রথম দফার ভোটে ব্যবহার করা হবে দার্জিলিং ও জঙ্গলমহলে মোতায়েন বাহিনীকে

সেই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর পাল্টা জবাব, ‘‘২০১৪-র কোনও প্রতিশ্রুতি পালন না করে, শুধুই বিরোধীদের পাকিস্তান সাজানোর চেষ্টা। এটা নিজের দেউলিয়া রাজনীতির প্রকাশ।’’

.