নারদকাণ্ডে মুকুলকে নোটিস পাঠাল সিবিআই

Updated By: Nov 1, 2017, 04:56 PM IST
নারদকাণ্ডে মুকুলকে নোটিস পাঠাল সিবিআই

নিজস্ব প্রতিবেদন: নারদকাণ্ডে মুকুল রায়কে ফের নোটিস পাঠাল সিবিআই। ঘটনার পুনর্নির্মাণের জন্য তাঁকে নোটিস পাঠানো হয়েছে। 

সিবিআইএ-র কাছে তিন সপ্তাহ সময় চেয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। তবে তাঁর আর্জি মঞ্জুর করেনি সিবিআই। এক সপ্তাহের মধ্যে মুকুল রায়কে হাজিরার সময় জানাতে হবে।

আরও পড়ুন, মুকুল রায়ের দোরে দিল্লির পেয়াদা   

দু'সপ্তাহ আগে নারদকাণ্ডে স্টিং অপারেশনে ঘটনার পুনর্নির্মাণ করতে চেয়ে মুকুল রায়কে নোটিস দিয়েছিল সিবিআই। তাঁর এলগিন রোডের বাড়ির সঙ্গে ফুটেজের মিল দেখতে চান গোয়েন্দারা। তবে সিবিআই-এর কাছে একমাস সময় চান মুকুল। 

মুকুলের রাজনৈতিক জীবন নিয়ে চলছে টানাপোড়েন। দুর্নীতির ছোঁয়াচ লেগে থাকায় মুকুলকে নিয়ে আপত্তি জানিয়েছে আরএসএস ও রাজ্য বিজেপির একাংশ। সে জন্য তাঁকে এখনই দলে নিতে চাইছেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।   

আরও পড়ুন, তৃণমূলকে শেষ চিঠি মুকুলের

.