ফ্রি টিকা নিয়ে মুখ্যমন্ত্রীকে ফোন নবীনের, চিঠি বিজয়নের, সম্মতি Mamata-র

বিনামূল্যে রাজ্যগুলিকে টিকা দেওয়া উচিত বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Updated By: Jun 2, 2021, 05:32 PM IST
ফ্রি টিকা নিয়ে মুখ্যমন্ত্রীকে ফোন নবীনের, চিঠি বিজয়নের, সম্মতি Mamata-র

নিজস্ব প্রতিবেদন: টিকা কিনে তা সব রাজ্যকে বিনামূল্যে দিক কেন্দ্রীয় সরকার। আরও একবার সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর বাংলার মুখ্যমন্ত্রীর পাশে আছেন অবিজেপি শাসিত রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী। গতকালই ফোন করেছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রীর নবীন পট্টনায়েক (Naveen Patnaik)। তাঁর সঙ্গে এব্যাপারে সহমত হয়েছেন মমতাও। দিন কয়েক আগে চিঠি দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও (Pinarayi Vijayan)। 

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা (Mamata Banerjee) বলেন, ''নবীন পট্টনায়েক আমায় কাল রাতে ফোন করেছিলেন। উনি চান, কেন্দ্রীয় সরকার ফ্রি-তে ভ্যাকসিন দিক। রাজ্য সরকারকে কেন কিনতে বলছে? রাজ্য সরকারকে বিনামূল্যে টিকা দেওয়া উচিত কেন্দ্রের। আমরা সম্মত হয়েছি। কেরলের মুখ্যমন্ত্রীও চিঠি দিয়েছেন।'' 

অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের একই দাবি বলে জানান মমতা। তাঁরা কথায়,''আমরা চাই, কেন্দ্র সব রাজ্যকে বিনামূল্যে ভ্যাকসিন দিক। তারাই ভ্যাকসিন কিনুক।  আমি নবীনজি, কেরলের মুখ্যমন্ত্রী, অরবিন্দ, উদ্ধব ও অন্যান্যরা একই দাবি করছি।''   

দিন কয়েক আগে শিরোনামে এসেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ইয়াসের দাপটে ক্ষয়ক্ষতি পর্যালোচনায় সে রাজ্যে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে করোনা পরিস্থিতির জন্য তাঁর কাছে কোনও আর্থিক সাহায্য চাননি বলে জানান ওড়িশার মুখ্যমন্ত্রী। দিল্লি ফিরে তাঁর টুইটটি ভাগ করে প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। সেই তিনিই টিকা নিয়ে ফোন করলেন মমতাকে। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী-সহ অবিজেপি শাসিত ১১টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন পিনারাই বিজয়ন। বলেছিলেন,''দুভার্গ্যজনক, বিনামূল্যে টিকাকরণ ও টিকা ক্রয়ের দায়িত্ব ঝেড়ে ফেলেছে কেন্দ্র। তারা যাতে ব্যবস্থা পদক্ষেপ করে সেজন্য একজোট হয়ে দাবি করতে হবে।''         

আরও পড়ুন- গতবছর আমপানের সময় কাটা গাছ কোথায় গেল? মুখ্যসচিবের কাছে রিপোর্ট চাইলেন Mamata

.