আদালত থেকে বন্দি পালানো: সাসপেণন্ড ৩ পুলিসকর্মী

আদালত থেকে বন্দি পালানোর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে তিন পুলিসকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হল। তিন পুলিসকর্মীর মধ্যে একজন সার্জেন্ট অশোক সেন। অন্য দু`জন কনস্টেবল বিকাশ ছেত্রী ও আশিস দাস।

Updated By: Oct 2, 2013, 10:10 PM IST

আদালত থেকে বন্দি পালানোর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে তিন পুলিসকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হল। তিন পুলিসকর্মীর মধ্যে একজন সার্জেন্ট অশোক সেন। অন্য দু`জন কনস্টেবল বিকাশ ছেত্রী ও আশিস দাস।
গতকাল আলিপুর আদালত চত্বরে পুলিসের চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে পালায় আসামী গণেশ মল্লিক। ডাকাতির মামলায় অভিযুক্ত গণেশকে কোর্টে নিয়ে আসার সময়ই পুলিসের চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে চম্পট দেয় ওই আসামী। সেই ঘটনায় শুরু হল বিভাগীয় তদন্ত।

.