এক সপ্তাহেই আয়ু শেষ ধরনার, ময়দান ছাড়লেন তৃণমূলপন্থী খেলোয়াড়রা

সাতদিনেই উঠে গেল ধরনা। মদন মিত্রের গ্রেফতারের পর ময়দানে নামানো হয়েছিল তৃণমূলপন্থী খেলোয়াড়দের।

Updated By: Dec 20, 2014, 08:07 PM IST
এক সপ্তাহেই আয়ু শেষ ধরনার, ময়দান ছাড়লেন তৃণমূলপন্থী খেলোয়াড়রা
Photo courtesy: Sonarpur Club Samannay Sammilani

ব্যুরো: সাতদিনেই উঠে গেল ধরনা। মদন মিত্রের গ্রেফতারের পর ময়দানে নামানো হয়েছিল তৃণমূলপন্থী খেলোয়াড়দের।

ক্রীড়ামন্ত্রী যতদিন থাকবেন ভেতরে, ততদিন বাইরে চলবে ধরনা। এমনই ছিল আওয়াজ। কিন্তু সাতদিনেই গুটিয়ে গেল সেই আন্দোলন। বারোই ডিসেম্বর শুক্রবার  সারদাকাণ্ডে গ্রেফতার হন পরিবহণমন্ত্রী মদন মিত্র। পরদিনই ময়দানে ধরনা মঞ্চ তৈরি করে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূলের ক্রীড়া সেল। মঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী স্বয়ং।

সেদিনের মিছিলে মূলত ছিলেন তৃণমূল ঘনিষ্ঠ চেনা মুখেরাই।  
তাও সবাই নন।

সোমবার ফের মিছিল। কিন্তু সেই মিছিলেও নতুন মুখ নেই।  যেটুকু জমায়েত প্রথম দিন ছিল, নেই তাও। এরপর দায়িত্ব পড়ে জেলা থেকে লোক আনার। তাতেও অবস্থান মঞ্চকে জাগানো যায়নি। বাধ্য হয়েই তাই ইতি।

 

.