জামিনের আবেদন খারিজ, পাঁচদিনের ইডি হেফাজতে শান্তনু ঘোষ

ছাপান্ন কোটি টাকা দিয়ে শান্তনু ঘোষের কাছ থেকে মোটরবাইক তৈরির কারখানা কিনেছিলেন সুদীপ্ত সেন। সঙ্গে ছিল ২১১ কোটি টাকার ব্যাঙ্ক ঋণের দায়। প্রথমে রাজি না হলেও, কার মধ্যস্থতায় গ্লোবাল অটোমোবাইলস কিনেছিলেন সুদীপ্ত সেন? জেনাইটিস কর্তা শান্তনু ঘোষকে হেফাজতে নিয়ে সেই উত্তরই খুঁজছে ইডি। বেশি দামে সারদা কর্তাকে দুটি রুগ্ন সংস্থা বেচে টাকা আত্মসাতের দায়ে শান্তনু ঘোষকে গ্রেফতার করেছে ইডি। বুধবার তাঁকে আদালতে পেশ করা হলে, শান্তনু নিজের হয়ে নিজেই সওয়াল করেন। কিন্তু আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে পাঁচদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে।

Updated By: Jun 25, 2014, 11:39 PM IST

ছাপান্ন কোটি টাকা দিয়ে শান্তনু ঘোষের কাছ থেকে মোটরবাইক তৈরির কারখানা কিনেছিলেন সুদীপ্ত সেন। সঙ্গে ছিল ২১১ কোটি টাকার ব্যাঙ্ক ঋণের দায়। প্রথমে রাজি না হলেও, কার মধ্যস্থতায় গ্লোবাল অটোমোবাইলস কিনেছিলেন সুদীপ্ত সেন? জেনাইটিস কর্তা শান্তনু ঘোষকে হেফাজতে নিয়ে সেই উত্তরই খুঁজছে ইডি। বেশি দামে সারদা কর্তাকে দুটি রুগ্ন সংস্থা বেচে টাকা আত্মসাতের দায়ে শান্তনু ঘোষকে গ্রেফতার করেছে ইডি। বুধবার তাঁকে আদালতে পেশ করা হলে, শান্তনু নিজের হয়ে নিজেই সওয়াল করেন। কিন্তু আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে পাঁচদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে।

ইডির অভিযোগ, দু হাজার দশ সালে শান্তনু তাঁর মালিকানাধীন বৈদ্যুতিন চ্যানেল তিরিশ কোটি টাকায় বিক্রি করেন সুদীপ্ত সেনকে। এর কয়েকমাস বাদেই শান্তনু গ্লোবাল অটোমোবাইলস নামে মোটরবাইক তৈরির কারখানার পঁচাত্তর শতাংশ শেয়ার হস্তান্তর করে সারদা গোষ্ঠীকে। বিনিময়ে সুদীপ্ত সেন খরচ করেন ছাপান্ন কোটি টাকা। কারখানার সঙ্গে সঙ্গে সুদীপ্তর ঘাড়ে চাপে শান্তনুর নেওয়া দুশ এগারো কোটি টাকার ব্যাঙ্ক ঋণের দায়। ইডির দাবি, দুটি কোম্পানি বাবদ সুদীপ্ত ছিয়াশি কোটি টাকা খরচ করলেও আদতে সংস্থা দুটির বাজারদর ছিল বড়জোড় বত্রিশ কোটি টাকা।

কিন্তু কেন সব জেনেও গ্লোবাল অটোমোবাইলস কিনেছিলেন সুদীপ্ত? সিবিআইকে দেওয়া চিঠিতে সারদা কর্তা নিজেই স্বীকার করেছেন যে, তিনি এই সংস্থা কিনতে রাজি ছিলেন না। ইডির সন্দেহ, কয়েকজন প্রভাবশালী ব্যক্তির মধ্যস্থতাতেই এই চুক্তি করতে বাধ্য হয়েছিলেন সুদীপ্ত। এই চুক্তিতে শান্তনু ঘোষ ছাড়াও লাভবান হয়েছিলেন সেই মধ্যস্থতাকারীরা।

.